এখন থেকে সপ্তাহে তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত করতে পারবেন পাসপোর্টযাত্রীরা। তবে এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের বিশেষ অনুমতি নিতে হবে।
রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটি আদেশ হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসে পাঠানো হয়। এর আগে প্রতিদিন আসা-যাওয়া করা যেত।
আরও পড়ুন: কঠোর লকডাউনে স্বাভাবিক হিলি স্থলবন্দরের কার্যক্রম
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভারতে গিয়ে আটকাপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা এখন থেকে সপ্তাহে তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। একইভাবে ভারতীয় পাসপোর্টযাত্রীরাও বাংলাদেশ থেকে ফিরতে পারবেন এবং আসতে পারবেন। এছাড়া চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা আবার ভারতে যেতে পারবেন।
আরও পড়ুন: হিলিতে বাড়ল কঠোর বিধিনিষেধ, আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে
তিনি জানান, রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের বিশেষ শাখা (এসবি) হয়ে আসা এই সংক্রান্ত একটি আদেশ হাতে পেয়েছি। ওই আদেশে বলা হয়েছে প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন বাংলাদেশ ও ভারতের পাসপোর্টযাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন। তবে এই দুই দেশের বিশেষ অনুমতি ছাড়া কেউ কোনও দেশে প্রবেশ করতে পারবে না।