যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে নিখোঁজ হওয়া শ্রমিক কাইয়ুম হোসেনের লাশ ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দিকে ভৈরব নদের মহাকাল এলাকায় ঘাটে ভিড়ানো একটি কার্গো জাহাজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে কৃষি ব্যাংকের ছাদ থেকে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নিহতের শ্যালক ইয়াসিন মোল্যা জানান, রবিবার সন্ধ্যার সময় তার দুলাভাই জাহাজ থেকে সার নামানোর সময় সিঁড়ির উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে তলিয়ে যায়।
রবিবার গভীর রাত পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সোমবার দুপুরের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা নিখোঁজ হওয়া শ্রমিক কাইয়ুমের লাশ উদ্ধার করে।
নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক নেতা ফালগুন মন্ডল জানান, তার ইউনিয়নের শ্রমিক, শুভরাড়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে কাইয়ুম হোসেন জাহাজ থেকে সার নামাতে গিয়ে ভৈরব নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।
অভয়নগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।