রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয় জন, উপসর্গ নিয়ে তিন ও করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।
শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা উপসর্গে ১ মৃত্যু, শনাক্ত ২২
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে ছয়জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে তিন জন, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
আরও পড়ুন: করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল
তিনি জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৪২।
বর্তমানে হাসপাতালে আক্রান্ত ৬৩ জন ও উপসর্গ নিয়ে ৬৩ জন ভর্তি রয়েছেন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।
আরও পড়ুন: করোনায় সিরাজগঞ্জের এমপি স্বপনের মৃত্যু
প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই পাঁচদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে করোনায় ১৬ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় পাঁচ জনের মৃত্যু হয়।