করোনায় কুমিল্লায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬২৮ জনে। মোট মারা গেছেন ৩৫৯ জন।
আরও পড়ুন: করোনায় ৬৫.৭১ শতাংশ মানুষের আয় কমেছে
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে জেলায় মোট ৩৫৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: লকডাউনে খাদ্য ও আর্থিক সহায়তার দাবি অটোরিকশা, হালকা যানবাহনের কর্মীদের
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জনই সিটি করপোরেশন এলাকার। শনাক্তের শতকরা হার ১৫ ভাগ। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬২৮ জন।
আরও পড়ুন: করোনা: খুলনায় একদিনে মৃত্যু ৩, শনাক্ত ৮১