দুইদিন পার হলেও পদ্মায় ডুবে যাওয়া ফেরি রাণীগঞ্জ মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধার হয়নি।
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে জাজিরার কাছে রবিবার রাতে ড্রেজারের ধাক্কায় ২১ যান ভর্তি ডাম্প ফেরি রাণীগঞ্জে তলা ফেটে যায়।
সংশ্লিষ্টরা জানান, ২২০ মেট্রিক টন ওজনের ফেরিটি পদ্মা থেকে টেনে তুলতে ২৫০ মেট্রিক টন ক্ষমতার উদ্ধারকারী জাহাজ নির্ভীক বরিশাল থেকে সোমবার ঘটনাস্থলে রওনা হয়েছে। এটি এখন চাঁদপুরের নোঙ্গর করেছে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার আবার রওনা হবে।
দায়িত্বশীলরা জানান, মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ নির্ভীক পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ডুবে যাওয়া ফেরিটি তীর থেকে যাতে মাঝ নদীতে চলে যেতে না পারে সেজন্য বেঁধে রাখা হয়েছে বলে জানান তারা।
তাছাড়া এ ঘটনায় বিআইডব্লিউটিসির জিএম মো. আশিকুজ্জানকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ফেরিটি ডুবে যাওয়ার কারণ উদঘাটনে কাজ করছেন।