এর আগে শনিবার রাত ৩টার থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় উভয় পাশে প্রায় তিনশ যানবাহন আটকা পড়ে।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ঢাকায় নামতে না পেরে দুই ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ
বিআইডব্লিউটিসির চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের চাঁদপুরের ম্যানেজার ফয়সল আলম চৌধুরি জানান, কুয়াশা কাটার পর সকাল ৯টার পরে চট্টগ্রাম–চাঁদপুর-শরীয়তপুর-খুলনা আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচলকারী পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন নিয়ে মেঘনার এই ফেরি পারাপার শুরু হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় বাস-ইজিবাইক সংঘর্ষে মানিকগঞ্জে নিহত ১
এদিকে, ঘন কুয়াশায় টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তবে রাত থেকে দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় কনকনে শীতের মধ্যে পরিবহন যাত্রী ও যানবাহন শ্রমিকরা সীমাহীন দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: ঘন কুয়াশা: চট্টগ্রামে ব্যর্থ হয়ে সিলেটে নামল দুবাই থেকে আসা বিমান
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের এজিএম তানভির হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়। মাঝ নদীতে ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়াঘাটে আরো ১২টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
আরও পড়ুন: নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে তীব্র যানজট, ভোগান্তি চরমে
এছাড়া, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়াঘাটে শতাধিক যাত্রীবাহী কোচ ও তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক এবং দৌলতদিয়াঘাটে আরও তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে পড়ে।
আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, রবিবার সকাল ১০টায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি পারাপার শুরু হয়। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহীবাস পারাপার করায় পণ্যবোঝাট ট্রাকের সারি আটকে থাকতে হচ্ছে।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু