জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ এর ফতুল্লার নাজির হাওলাদারের ছেলে জসীম (৩২), আনছার হাওলাদারের ছেলে জাহিদ (৪৫) ও দেলোয়ার হোসেনের ছেলে শাহীন (২৯)। পিরোজপুরের ভান্ডারিয়ার গোলবুনিয়ার মৃত ফজলুল করিমের ছেলে ইব্রাহীম (৫০) এবং কুমিল্লার মৃত আব্দুস ছাত্তারের ছেলে জামাল (৪৫)।
আরও পড়ুনঃ জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
মঙ্গলবার বিকেলে ৯৯৯ কলটেকার কনস্টেবল মেহেদি হাসান একটি কল রিসিভ করেন। আতিকুর রহমান নামে একজন কলটি করেছিলেন, কলার জানান তিনি পাপিয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ফোন করেছেন, তিনি রায়পুর থেকে বাসে উঠেছেন, বাসটি কিছুক্ষণ পর দাউদকান্দির গৌরীপুর পৌঁছাবে।
কলার আরও জানান, তিনি অভিনব প্রতারণার শিকার হয়েছিলেন। সোমবার বাসে চড়ে গন্তব্যে নামার আগে দরজার কাছে যখন তিনি দাঁড়ানো ছিলেন তখন এক ব্যক্তি এসে তার পাশে বমি করে দেয়। এ ঘটনায় গেটের কাছে দাঁড়ানো যাত্রীদের মধ্যে সরে যাওয়ার জন্য হুড়াহুড়ি পড়ে যায়। পরে তিনি খেয়াল করেন তার প্যান্টের পকেটে থাকা ষাট হাজার টাকা খোয়া গেছে।
আরও পড়ুনঃ ৯৯৯ এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
এরপর মঙ্গলবার তিনি রায়পুরে চারঘন্টা ধরে প্রতারক চক্রের সন্ধান করতে থাকেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তিনি প্রতারক চক্রের কয়েকজনকে বাসটিতে উঠতে দেখে তাদের অনুসরণ করে বাসটিতে উঠেছেন এবং প্রতারক চক্রকে আটকের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেছেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি দাউদকান্দি হাইওয়ে থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। একই সাথে ৯৯৯ দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর (এসআই ) রবিউল ইসলাম এবং ৯৯৯ ডিউটি টিম সুপারভাইজার ইন্সপেক্টর কে এম মঈন খান বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে আপডেট নিচ্ছিলেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা একটি পুলিশ দল অবিলম্বে গৌরীপুর গিয়ে বাসটির অপেক্ষা করতে থাকে।
আরও পড়ুনঃ ৯৯৯: জাতীয় জরুরি সেবায় ফোন, কিশোরী উদ্ধার
পরে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত ৯৯৯ কে ফোনে জানান, তারা গৌরীপুরে বাসটি থামিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছেন এবং তাদের কাছ থেকে বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা শিকার করেছে। তাদের দাউকান্দি থানায় হস্তান্তর করা হয় এবং এ সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।