পঞ্চগড়ে অপপ্রচার ছড়িয়ে অরাজগতা সৃষ্টির অভিযোগে শনিবার রাতে পৌর যুবদল নেতাসহ ১৯জনকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব ছড়িয়ে অরাজগতা সৃষ্টিসহ ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটক যুবদল নেতা হলেন- পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান আলীর ছেলে ফজলে রাব্বী (৩০)।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে ফজলে রাব্বিসহ কয়েকজন যুবক মোটরসাইকেলে চড়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন দুইজন মুসলমানের গলা কেটে হত্যা করেছে এমন অপপ্রচার ও গুজব ছড়িয়ে দেয় এবং ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। এরই প্রেক্ষিতে কয়েকজন উঠতি বয়সের যুবক হাতে লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করে এবং সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগসহ শহরের একটি জুতার দোকানসহ তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট করে। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ফজলে রাব্বীসহ মোট ১৯জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র্যাব
উল্লেখ্য, পঞ্চগড়ের আহম্মদনগরে গত শুক্রবার থেকে আহমেদিয়া সম্প্রদায়ের তিনদিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিলের দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র শিবিরসহ বেশ কয়েকটি সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুম্মার নামাজের পরে শহরে বিক্ষোভ মিছিল করে,সড়ক অবরোধ করে, কাদিয়ানী আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর, লুটপাট, যানবাহন ভাঙচুর এবং সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর করে।
এতে করে দুইজন মারা যান এবং সাত পুলিশ সদস্যসহ শতাধিক আহত হন। এ সময় শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে পঞ্চগড়ের জেলা শহরের সিনেমা হল সড়কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পিছু হাটেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ যুবক আটক
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গুজব ঠেকাতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে সতর্কতামূলক মাইকিং করেন। তিনি পঞ্চগড় বাজারের জনগণকে আতঙ্কিত না হওয়া এবং কাদিয়ানীদের দ্বারা কোন মানুষকে মারা হয়নি বলে তিনি মাইকিং করেন। এছাড়াও জেলা শহরের কয়েকটি মসজিদে গুজব ঠেকাতে মাইকিং করা হয়।
বর্তমানে পুরো জেলায় ইন্টারনেট বন্ধ। বিশেষ করে বিভিন্ন সামাজিক মাধ্যমে মুসলমান জবাই করার গুজব ঠেকাতে সাময়িক ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। সকাল থেকেই যানবাহন চলছে। দোকানপাট খুলেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান গতকালের মত রবিবারও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক থাকবে। গেল রাতে গুজবের ঘটনায় প্রধান গুজবকারী পৌরযুবদল নেতা রাব্বি নামে এক যুবকসহ লুটপাট ও ভাঙচুরে জড়িত থাকা সন্দেহে ১৯ জনকে আটক করা হয়েছে।