সারাদেশ
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী কবরস্থানের সমনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)।
আরও পড়ুন: দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, দিবাগত রাত ১টার দিকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এ সময় মাইক্রোবাসচালক ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও একজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ‘ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’
২৫৫ দিন আগে
দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট ব্যারাকের নিজ কোয়ার্টার থেকে শামীম রেজা সাজু (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শামীম কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন।
পুলিশ জানায়, শামীম ব্যারাকের একটি কক্ষে একাই থাকতেন। সকালে তিনি ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।’
এছাড়া পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানান দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও বিস্তারিত খোঁজখবর নেন।
২৫৫ দিন আগে
কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, শ্রমিক নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামের এক অটোরাইস মিলের শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-টু-খরিবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে এবং ফুলবাড়ী সদরে জোবেদা অটোরাইস মিলের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-খরিবাড়ী সড়কে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল নিহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ৫
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
২৫৫ দিন আগে
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ৫
হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন নিহত ও পাঁচজন আহত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশগলো উদ্ধার করে সদর হাসপাতালে রাখা হয়েছে।’
২৫৫ দিন আগে
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে বাসের চাপায় পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মাহম্মদজমা গ্রামের খান্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
স্থানীয়রা জানান, রাজ্জাক ও সরোয়ার নয়মাইল বাজারের সিন্দুরিয়া রোড থেকে পাখিভ্যানে করে সরোজগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। পথে নয়মাইল এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাস তাদের পাখিভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।’
২৫৫ দিন আগে
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু বাস চালিয়ে গেলেন চালক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদিকে না থামিয়ে ছাদবিহীন বাসটি চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন চালক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
বাসে থাকা এক যাত্রী জানান, বরিশাল এক্সপ্রেস বাসটি বরিশালের উদ্দেশে সায়েদাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে আসলে ঘণ্টাখানেকের পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। এর ফলে কয়েকজন আহত হন। তবুও চালক বাস না থামিয়ে এই অবস্থায় বাস চালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতার বাস থামাতে বাধ্য হয় চালক। বাস থামিয়ে চালক পালিয়ে যায়। আমরা গাড়িতে ৬০ জন যাত্রী ছিলাম আল্লাহর রহমতে বেঁচে গেছি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার এখনও হদিস পাওয়া যায়নি।’
২৫৫ দিন আগে
রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাজশাহীর বাঘা উপজেলায় বজ্রপাতে মানিক হোসেন মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আড়ানীর হামিদকুড়া মাঠে ঝড়-বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। মানিক হোসেন মন্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
আরও পড়ুন: বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতা নিহত
স্থানীয়রা জানান, মানিক হোসেন মন্ডল বৃহস্পতিবার দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভূট্টার বীজ লাগাচ্ছিলেন। এ সময় হালকা ঝড় এবং বৃষ্টি ঝরছিল। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তিনি তিনি মারা যান।
আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
২৫৫ দিন আগে
নরসিংদীর দুই বাজারে আগুনে ছাই ২২ দোকান
নরসিংদীতে পৃথক দুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের দাবি আগুনে ২২টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে, পরে তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ে বাজারের ১০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলবী বাজারে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
উভয় বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
আরও পড়ুন: দুর্বৃত্তের আগুনে পুড়ল চারুশিল্পী মানবেন্দ্রর বাড়ি
শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে শিমুলিয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১০টি দোকান পুড়ে গেছে। প্রথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে মৌলবী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের ২টি ইউনিট সেখানে পৌঁছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১২টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
২৫৬ দিন আগে
১১০১ কোটি টাকা দুর্নীতি: পিরোজপুর ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার
পিরোজপুর এলজিইডি’র এক হাজার ১০১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে জেলা হিসাবরক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এলজিইডি অফিসের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদক।
দুদকের উপ-পরিচালক আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন— পিরোজপুর ডিস্ট্রিক্ট এ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট এ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় খালাস পেলেন ফালু
জানা গেছে, গেল ১৫ এপ্রিল পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম ২৩ জনকে অভিযুক্ত করে ৮টি মামলা দায়ের করেন। এদের মধ্য থেকে বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে দেশব্যাপী আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি অফিস।
এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডি’র প্রধান কার্যালয় থেকে তদন্ত টিম পিরোজপুর এলজিইডি অফিসে সীমাহীন দুর্নীতির প্রমাণ পায়। কাজ শেষ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি।
সবশেষে দুদক বিষয়টি তদন্ত করে। পরে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পিরোজপুর এলজিইডি অফিস ও জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশেই সীমাহীন এ দুর্নীতির ঘটনা ঘটেছে।
২৫৬ দিন আগে
ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের নেতা মুরাদ গ্রেপ্তার
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, চালক-সহকারী গ্রেপ্তার
ডিসি জানান, মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিক মিছিল বের করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
২৫৬ দিন আগে