খেলাধুলা
ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন
ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হারের পর জয়ে ফিরতে শিষ্যদের যে তাগিদ দিয়েছিলেন কার্লো আনচেলত্তি, তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই যেন দুর্বার ফুটবল খেলল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। আর তাদের নৈপুণ্য ও ক্ষিপ্র ফুটবলে ভেসে গেল ওসাসুনা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এদিন চমৎকার এক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ভিনিসিউস। আর মৌসুমের প্রথম গোল পেয়েছেন সমালোচনায় জর্জরিত জুড বেলিংহ্যাম।
আরও পড়ুন: সমাধান খুঁজে পেয়েছি, এখন মাঠে দেখানোর পালা: আনচেলত্তি
তবে বড় জয়ের দিন দুর্ভাবনা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় এদের মিলিতাও ও রদ্রিগোকে। এছাড়া হাঁটুর চোটে বিরতির পর আর মাঠে নামা হয়নি লুকাস ভাসকেসের।
৪১৪ দিন আগে
শান্তর ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের লড়াকু পুঁজি
টপ অর্ডারের অবদানের পর আজও মিডল অর্ডারে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে জাকের আলী ও নাসুম আহমেদের কল্যাণে উইকেটের ধস থামিয়ে লড়াই করার মতো রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
সিরিজে টিকে থাকার লক্ষ্যে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তারই ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে টাইগাররা।
টপ অর্ডারের ব্যাটাররা এদিন অল্পবিস্তর রান করে একে একে বিদায় নিতে থাকলেও ওয়ান ডাউনে নেমে উইকেটের একপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। ১১৯ বলে এই রান করার পথে ৬টি চার ও একটি ছক্কা মারেন তিনি।
এছাড়া ওপেনার সৌম্য সরকারের ৩৫, শেষের দিকে জাকের আলীর অপরাজিত ৩৭ এবং নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ২৫ রান।
আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাঙ্গেয়ালিয়া খারোতে। এছাড়া রশিদ খান ও আল্লাহ গজনফর নেন দুটি করে উইকেট।
এদিন ভালো শুরুর ইঙ্গিত দিয়েও চতুর্থ ওভারে ফিরে যান তানজিদ তামিম। তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে চতুর্থ ওভারের প্রথম বলে আল্লাহ গজনফরকে ছক্কা হাঁকান তিনি। তবে তার পরের বলেও বড় শটের চেষ্টা করে মিড অনে থাকা মোহাম্মদ নবীর হাতে ধরা পড়েন তামিম।
সাজঘরে ফেরার আগে ১৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রানের ইনিংস খেলে যান এই ওপেনার।
এরপর অধিনায়ক শান্ত ক্রিজে এলে তার সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলের সংগ্রহকে মজবুত ভিত্তি এনে দেন সৌম্য সরকার। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে ওই একটি উইকেট হারিয়েই ৫৯ রান তুলে এগোতে থাকে বাংলাদেশ।
১৮.৪ ওভারে দলীয় সংগ্রহ ৯৯-তে রেখে বিদায় নেন সৌম্য। রশিদ খানের ঘুর্ণিতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোর হয়ে ফেরার আগে ৪৯ বলে দুটি করে ছক্কা-চারে ৩৫ রানের ইনিংস খেলে যান তিনি।
অবশ্য রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন তিনি। শান্তর সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়েন সৌম্য। পরে টিভি রিপ্লেতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, রশিদের ডেলিভারিটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে, কিন্তু রিভিউ না নেওয়ায় বৃথা উইকেট বিলিয়ে দেয় বাংলাদেশ।
সৌম্যর বিদায়ের পর রানের চাকা কিছুটা শ্লথ করে সতর্ক ব্যাটিং করতে থাকেন শান্ত ও চারে নামা মেহেদী হাসান মিরাজ। ইনিংসের মাঝপথে ৭৫ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত।
শান্ত-মিরাজের জুটি পঞ্চাশ পেরোনোর পথে ৩২.২তম ওভারে দলীয় সংগ্রহ দেড়শ ছাড়ায় বাংলাদেশের। এরপরই মেহেদীকে সাজঘরে ফেরান রশিদ।
ওই ওভারের চতুর্থ বলটি অফস্ট্যাম্পের বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢোকার সময় রুম করে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান মিরাজ। তবে বল খানিকটা নিচু হয়ে আসায় পরাস্ত হন এই অলরাউন্ডার, আর পেছনে থাকা উইকেট গুঁড়িয়ে যায়। ফলে ৩৩ বলে ২২ রান করে দলীয় ১৫২ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর ফলে ভাঙে ৫৩ রানের জুটি।
এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ফের আরেকটি জুটি গড়ায় মনোযোগী হন শান্ত। তবে স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই ভাঙে চতুর্থ উইকেটজুটি।
মিরাজের সঙ্গে ব্যাট চালানোর সময় থেকে রানের গতি কিছুটা পড়ে গিয়েছিল। ইনিংসের ৩৫ ওভার শেষ হয়ে যাওয়ার পর বাউন্ডারির মাধ্যমে রানরেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন হৃদয় ও শান্ত। এর একপর্যায়ে ৩৯তম ওভারে খারোতের প্রথম বলে সীমান্তে ধরা পড়েন হৃদয়। ১৬ বলে একটি চারের সাহায্যে ১১ রান করে তিনি যখন ফিরছেন, তখন দলের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৭৪।
এরপর আরও ৯ রান বাড়িয়ে দিয়ে একই কায়দায় লং-অফে ধরা পড়েন উইকেটের এক পাশ আগলে রাখা শান্ত। ১১৯ বলে ৭৬ রান করে তিনি ফেরার দুই বল পরে ক্যাচ হয়ে যান মাহমুদুল্লাহও (৩)। ফলে পরপর দুই ওভারে তিন উইকেট নিয়ে আফগানদের ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন খাতোরে।
শেষের দিকে নাসুম আহমেদ (২৫) ও জাকের আলীর (৩৭*) কল্যাণে ২৪৮ রান তুলে ইনিংস শেষ করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৫২/৭ (শান্ত ৭৬, জাকের ৩৭*, সৌম্য ৩৫; খাতোরে ৩/২৮, রশিদ ২/৩২, গজনফর ২/৩৫)।
৪১৪ দিন আগে
দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং ধসে বড় পরাজয়ের পর সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
আঙুলে চোট পেয়ে মুশফিকুর রহিম চলমান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। আজকের ম্যাচ দিয়ে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে এই উইকেটরক্ষক-ব্যাটারের।
তিনি ছাড়া আরও একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনকে বসিয়ে রেখে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে।
অপরদিকে, প্রথম ম্যাচ জেতা একাদশই অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজনফর, নাঙ্গেয়ালিয়া খারোতে, ফজলহক ফারুকি।
৪১৫ দিন আগে
মুখে ১০ সেলাই নিয়েও খেলতে চান কুবারসি, তৈরি হচ্ছে মাস্ক
মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকেই বার্সেলোনার শুরুর একাদশে নিয়মিত মুখ পাউ কুবারসি। রক্ষণে দুর্দান্ত পারফর্ম করে এরই মাঝে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ১৭ বছরে পা দেওয়া এই তরুণ। বার্সার প্রতি তিনি এতটাই নিবেদিত যে এবার অসুস্থ অবস্থাতেও মাঠে নামতে অনড় এই ডিফেন্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেদের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুর্ঘটনার শিকার হন কুবারসি। নিজেদের বক্স থেকে বল ক্লিয়ার করার জন্য অনেকটা নিচু হয়ে হেড করেন তিনি। একই সময়ে প্রতিপক্ষের উরোস স্পাইচ বলে কিক করলে তা লাগে কুবারসির মুখে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে শুরুতে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন টিম ফিজিওরা। তবে অবস্থা বেগতিক দেখে ম্যাচের ৬৭তম মিনিটে তুলে নেওয়া হয় তাকে।
রুমাল চেপে কুবারসি যখন মাঠ ছাড়ছেন, তখন দেখা যায় রক্তে ভরে গেছে মুখ। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মুখে দশটি সেলাই লাগলেও ভালো আছেন এই ডিফেন্ডার।
এরপর সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(বার্সেলোনার) ব্যাজের জন্য এটুকু করা কিছু নয়।’
আগামী রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চোট থেকে এখনও সেরে না ওঠায় রোনালদ আরাউহো ও এরিক গার্সিয়া দলে না থাকায় কুবারসির অনুপস্থিতিতে দলের রক্ষণভাগ নিয়ে কার্যত বিপাকে পড়ে গেছে হান্সি ফ্লিকের দল।
তবে নিজের অসুস্থতা নিয়ে মোটেও ভাবছেন না কুবারসি। মুখে ক্ষত নিয়েই লা রিয়ালের বিপক্ষে মাঠে নামতে চান তিনি।
আরও পড়ুন: রেড স্টারের মাঠে বার্সেলোনার গোল উৎসব
মুন্দো দেপর্তিভোর খবরে বলা হয়েছে, মাঠে নামতে নিজের অনড় অবস্থানের কথা ফ্লিকের কাছে স্পষ্ট জানিয়েছেন এই তরুণ। আর দলের অবস্থা বিবেচনায় নিয়ে তাই তাকে খুব বেশি জোর করেননি কোচও।
তবে সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামলেও ঝুঁকি এড়াতে বিশেষ মাস্ক পরে মাঠে নামতে দেখা যাবে তাকে।
মুন্দো দেপর্তিভো জানিয়েছে, বার্সেলোনার খেলোয়াড়দের অনুশীলনের সময় একজন বিশেষজ্ঞ খেলোয়াড়দের পরিদর্শন করেছেন। কুবারসির জন্য কী ধরনের মাস্ক পরা ঠিক হবে, তা নির্ধারণ করতেই বার্সার অনুশীলন ক্যাম্পে আসেন তিনি।
তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নামবেন কিনা এবং নামলেও কতক্ষণ খেলবেন, তা নির্ধারণ করবেন হান্সি ফ্লিক।
লা লিগায় ১২ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের চূড়ায় রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪। শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৪১৫ দিন আগে
সমাধান খুঁজে পেয়েছি, এখন মাঠে দেখানোর পালা: আনচেলত্তি
কিলিয়ান এমবাপেকে দলে টানার পরও চলতি মৌসুমে নড়বড়ে অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। মাঠের খেলায় দলটির খেলোয়াড়দের সমন্বয়ের অভাব স্পষ্টভাবেই চোখে পড়ে। এর ফলস্বরূপ নিজেদের মাঠে সবশেষ দুই ম্যাচে বিধ্বস্ত হয়েছে তারা। এমন সময়ে দাঁড়িয়ে সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। সেখানে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বার্সেলোনা ও এসি মিলানের কাছে বড় হারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের সবার জন্যই কঠিন সময়। তবে পরিস্থিতির বিশ্লেষণ করেছি আমরা। মনে হচ্ছে, এ থেকে উত্তোরণের সমাধানও খুঁজে পেয়েছি, তবে মাঠের খেলায় তা করে দেখাতে হবে। আর ভিন্নভাবে খেলে তা-ই দেখানোর আশা করছি।’
আরও পড়ুন: হেরে বার্সেলোনার রেকর্ড ভাঙার স্বপ্ন ধূলিসাৎ রিয়ালের
পরিস্থিতির পরিবর্তনে শিষ্যদের কাছ থেকে আরও নিবেদন চান আনচেলত্তি।
‘আমাদের আরও শক্তভাবে ঐক্যবদ্ধ হতে হবে; আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে এবং ঠিকঠাক পাস দিতে মনোযোগ বাড়াতে হবে।’
৪১৫ দিন আগে
রিয়ালের খেলোয়াড় ছাড়াই স্পেনের স্কোয়াড, আছে নতুন দুই মুখ
নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে এই দুই ম্যাচের জন্য দুই ফুটবলারকে প্রথমবার জাতীয় দলে ডাকলেও রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখেননি তিনি।
এর ফলে ২০২১ সালের পর প্রথম স্পেন দলে ডাক পেল না মাদ্রিদ জায়ান্টদের কোনো খেলোয়াড়। সে বছর লুইস এনরিকের অধীনে নেশন্স লিগের সেমিফাইনালে রিয়ালের ফুটবলারবিহীন ছিল স্পেন। তবে ওই বছরই ইউরোতে আবার লস ব্লাঙ্কোসদের খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজান বর্তমান পিএসজি কোচ এনরিকে।
এ বছর অনুষ্ঠিত ইউরোতেও স্পেন দলে ছিলেন রিয়ালের তিন খেলোয়াড়- দানি কারভাহাল, নাচো ও হোসেলু। তবে মৌসুম শেষে নাচো ও হোসেলু রিয়াল মাদ্রিদ ছেড়ে যথাক্রমমে সৌদি আর ও কাতারে চলে যান।
অবশ্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় স্কোয়াডে না রাখার দায় মোটেও দে লা ফুয়েন্তের ওপর পড়ে না। সাম্প্রতিক বছরগুলোতে লা লিগা চ্যাম্পিয়নদের স্কোয়াডেই স্প্যানিশ প্রভাব কমেছে।
আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার শিরোপা জিতে নবযুগের সূচনা করল স্পেন
বর্তমানে দানি কারভাহাল, লুকাস ভাসকেস, হেসুস ভায়েহো, দানি সেবায়োস ও ফ্রান গার্সিয়া থাকলেও মাঠের খেলায় নিয়মিত শুধু কারভাহাল। তবে চোটে কারভাহালের মৌসুম শেষ হয়ে যাওয়ায় তার জায়গায় ডাক পেয়েছেন লুকাস ভাসকেস। এছাড়া ফ্রান গার্সিয়া ও সেবায়োস মাঝেমধ্যে খেলে থাকলেও বেশিরভাগ সময় বেঞেই বসে থাকতে দেখা যায় তাদের।
অন্যদিকে, লা মাসিয়ার কল্যাণে বরাবরই দুর্দান্ত সব স্প্যানিশ প্রতিভা বিশ্ব দরবারে তুলে আনে বার্সেলোনা। ফলে জাতীয় দলেও ক্লাবটির খেলোয়াড়দের আধিক্য লক্ষ করা যায়। তবে সম্প্রতি লা লিগাসহ ইউরোপের শীর্ষ লিগগুলোতে স্প্যানিশ ফুটবলারদের প্রভাব বাড়ায় জাতীয় দল সাজাতে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের উপস্থিতি চোখে পড়ছে।
এরই ধাবাহিকতায় ঘরোয়া ও ইউরোপা লিগে অসাধারণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন গ্রীষ্মের দলবদলে পোর্তোয় নাম লেখানো স্প্যানিশ ফরোয়ার্ড সামু ওমরোদিয়ন।
আরও পড়ুন: প্রায় পুরো ম্যাচ ১০ জনে খেলা স্পেনে বিধ্বস্ত সুইজারল্যান্ড
৪১৫ দিন আগে
অবশেষে বেলজিয়াম স্কোয়াডে ফিরলেন লুকাকু
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কাগজে-কলমে এখনও টিকে আছে বেলজিয়াম। এমতাবস্থায় শেষ দুই ম্যাচ জয়ের বিকল্প নেই দমিনিকো তেদেস্কোর দলের। এমন সমীকরণের সামনে রোমেলু লুকাকুকে দলে ফেরালেন কোচ।
আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইতালি ও ১৭ নভেম্বর বুদাপেস্টে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুমে নেশন্স লিগের গ্রুপ পর্বের খেলা শেষ করবে বেলজিয়াম। এই দুই ম্যাচের জন্য শুক্রবার স্কোয়াড ঘোষণা করেছেন তেদেস্কো। ২৩ সদস্যের এ স্কোয়াডে আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাকু।
নেশন্স লিগের প্রথম চার ম্যাচে জাতীয় দলে ছিলেন না লুকাকু। ক্লাব ফুটবলে দলবদলের কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে বেলজিয়ামের হয়ে খেলেননি তিনি। এরপর ফিট না থাকায় অক্টোবরের দুই ম্যাচেও দলের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই নাপোলি স্ট্রাইকার।
তবে শেষ দুই ম্যাচে তাকে দলে ফিরিয়ে তেদেস্কো বলেন, ‘ফিরতে তার কোনো সংশয় ছিল না। সে বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন। নিজেকে কারও কাছে প্রমাণের প্রয়োজন নেই তার। মাঠে কিংবা মাঠের বাইরে- তার দক্ষতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে সহজাত নেতা এবং তরুণ ফুটবলারদের সাহায্য করতে তার জুড়ি নেই।’
আরও পড়ুন: এবার এমবাপেকেই ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) সর্বশেষ বেলজিয়ামের হয়ে খেলেন লুকাকু। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৯ ম্যাচে তার গোল সর্বোচ্চ, ৮৫টি। তার পরে ৩০ গোলের বেশি নেই আর কারও।
লুকাকু ফিরলেও কেভিন ডি ব্রুইনেকে পাচ্ছে না বেলজিয়াম। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে কদিন আগে ক্লাবের হয়ে মাঠে ফিরলেও ম্যানচেস্টার সিটির অনুরোধে এই মিডফিল্ডারকে স্কোয়াডে রাখেননি তেদেস্কো।
নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বেলজিয়াম। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি এবং ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স।
বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাই নিজেদের বাকি দুই ম্যাচ শুধু জিতলেই হবে না, অন্যান্য ম্যাচের ফলের দিকেও তাদের চেয়ে থাকতে হবে। কারণ গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ আটে।
আরও পড়ুন: চেলসি ছেড়ে নাপোলিতে লুকাকু
বেলজিয়াম স্কোয়াড
গোলরক্ষক: কোয়েন কাস্টিলস (আল কাদসিয়াহ), মাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট), মার্টেন ফন্ডেফুর্ট (লাইপসিগ)।
ডিফেন্ডার: আমিন আল-দাখিল (স্টুটগার্ট), টিমোথি কাস্টানিয়া (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্তিং), মাক্সিম ডি কাইপার (ক্লাব ব্রুজ), ভাউট ফাস (লেস্টার সিটি), হোয়াকিন সেইস (ক্লাব ব্রুজ), মাতে স্মেটস (গেঙ্ক), আর্থুর থেইয়াটে (ফ্রাঙ্কফুর্ট)।
মিডফিল্ডার: চার্লে ডি কেইটেলারে (আতালান্তা), আর্নে এঙ্গেলস (সেল্টিক), রোমিও লাভিয়া (চেলসি), ওরেল মাঙ্গালা (এভারটন), আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা)।
ফরোয়ার্ড: ইয়োহান বাকায়োকো (আইন্ডহোভেন), জেরেমি ডকু (ম্যানচেস্টার সিটি), মালিক ফোফানা (অলিম্পিক লিওঁ), দদি লুকেবাকিও (সেভিয়া), রোমেলু লুকাকু (নাপোলি), লুইস ওপেন্ডা (লাইপসিগ), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)।
৪১৫ দিন আগে
নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জেরে নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ঘটনাটি ঘটে।
অ্যামস্টারডামের ক্লাব আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিব। আয়াক্সের কাছে ম্যাচটি ৫-০ ব্যধানে হারে তেল আবিব।
ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে ফেরার পথে ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী।
ঘটনাটিকে ‘ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ডাচ ও ইসরায়েলি নেতারা এর নিন্দা জানিয়েছেন। খবর শুনেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ কৌশলগত সফরে জরুরি ভিত্তিতে নেদারল্যান্ডস গিয়েছেন।
নিজ দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে নেদারল্যান্ডসে একটি বিমান পাঠিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
৪১৫ দিন আগে
এবার এমবাপ্পেকেই ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
চোটের কারণ দেখিয়ে অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময়ে ফ্রান্স দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এবার নভেম্বরে নেশন্স লিগের দুই ম্যাচের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স।
নেশন্স লিগের ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের পঞ্চম ম্যাচে আগামী ১৪ নভেম্বর ইসরায়েলকে আতিথ্য দেবে দিদিয়ের দেশমের দল। এর তিন দিন পরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা ইতালির বিপক্ষে মাঠে নামবে ২০২১ সালের শিরোপাজয়ীরা।
এই দুই ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের ফ্রান্স স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করা লিলের তরুণ গোলরক্ষক লুকা শেভালিয়েঁ। তবে ঘোষিত স্কোয়াডে জায়াগা হয়নি এমবাপ্পের।
অক্টোবরে চোটের কারণ দেখিয়ে রিয়াল মাদ্রিদে থেকে যান এমবাপ্পে। এরপর ইউরোপীয় সংবাদধ্যমের খবরে জানা যায়, ফ্রান্স যখন নেশন্স লিগের ম্যাচ খেলছে, তখন তিনি সুইডেনের একটি ক্লাবে আড্ডা দিচ্ছেন।
ওই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ২৫ বছর বয়সী ফরাসি অধিনায়ক।
স্টকহোমের যে হোটেলে তখন তিনি ছিলেন, সে সময় সেখানে একটি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ খবর চাউর হওয়ার পর রিয়াল মাদ্রিদ তাকে পোশাকের একটি বিজ্ঞাপন থেকেও সরিয়ে দেয়। এবার রিয়ালের জার্সিতে মাঠে বেশ কিছুদিন ধরে বিবর্ণ থাকার পর ফ্রান্স দলেও ব্রাত্য হলেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: ‘ধর্ষণ অভিযোগের’ তদন্তের মধ্যে এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
স্কোয়াড ঘোষণার সময় এমবাপ্পের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছে, এই মুহূর্তে এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
এমবাপ্পেকে দলের বাইরে রাখার সিদ্ধান্তের পেছনে ফুটবলের বাইরের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমি কিলিয়ানের সঙ্গে কথা বলেছি। সে দলে ফিরতে চায়। তবে আগামী দুই ম্যাচের জন্য এটি একটি বিশেষ সিদ্ধান্ত।’
ফ্রান্স স্কোয়াড
গোলরক্ষক: লুকা শেভালিয়েঁ (লিল), মাইক মাইনিয়ঁ (এসি মিলান) ও ব্রাইস সাম্বা (লঁস)।
ডিফেন্ডার: জনাথন ক্লুস (নিস), লুকা দিনিয়ে (অ্যাস্টন ভিলা), ওয়েসলে ফোফানা (চেলসি), থেও এরনান্দেস (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুল কুন্দে (বার্সেলোনা), উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), মাতেও গেন্দুসি (লাৎসিও), এনগলো কান্তে (আল ইত্তিহাদ), মানু কোনে (রোমা), আদ্রিয়েন রাবিও (অলিম্পিক মার্শেই) ও ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।
ফরোয়ার্ড: ব্রাদলে বারকোলা (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), রান্দাল কোলো মুয়ানি (পিএসজি), ক্রিস্তোফার এনকুঙ্কু (চেলসি), মিকেল অলিস (বায়ার্ন মিউনিখ) ও মার্কাস থুরাম (ইন্টার মিলান)।
৪১৬ দিন আগে
মুসিয়ালার নৈপুণ্যে জয়ে ফিরল বায়ার্ন
ঘরের মাঠে দিনামো জাগরেবকে ৯-২ গোলে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে দুর্দান্ত শুরু করলেও দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে হারের পর বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়ে আত্মবিশ্বাসের বেলুন চুপসে গিয়েছিল বায়ার্ন মিউনিখের। তবে চতুর্থ ম্যাচে এসে ফের জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হ্যারি কেইন-থমাস মুলাররা।
আলিয়ান্স আরেনায় চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে বেনফিকাকে ১-০ গোল হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন।
হ্যারি কেইনের পাঠানো ক্রসে বুলেট হেডারে ৬৭তম মিনিটে একমাত্র গোলটি করে ম্যাচের ভাগ্য গড়ে দেন বায়ার্নের প্রতিভাবান তরুণ জামাল মুসিয়ালা।
আরও পড়ুন: রেড স্টারের মাঠে বার্সেলোনার গোল উৎসব
এদিন বায়ার্নের ডেরায় ঢুকে ম্যাচজুড়ে একেবারে কোণঠাসা হয়ে ছিল পর্তুগিজ ক্লাবটি। মাত্র ২৬ শতাংশ সময় বলের ওপর দখল রাখতে পারলেও একবারও গোলে শট নিতে পারেনি বেনফিকার খেলোয়াড়রা। ম্যাচে মাত্র একবার শট নেওয়ার সুযোগ তৈরি করে তারা, সেটিও লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়।
অন্যদিকে, ৭৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে মোট ২৪টি শট নেয় বায়ার্ন, যার ১০টিই ছিল লক্ষ্যে। তবে কোনোভাবেই ওই একবার ছাড়া আর বেনফিকার জমাট রক্ষণ ভেঙে জাল খুঁজে পায়নি তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে বায়ার্ন বস কোম্পানি বলেন, ‘(আজকে) যা করেছি, তা একেবারে মন্দ নয়। তবে আমাদের আরও ভালো করার জায়গা রয়েছে। সর্বোপরি, খেলোয়াড়দের ওপর আমার যথেষ্ট আস্থা রয়েছে।’
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে পিএসজির নাটকীয় হার
তবে বলের ওপর আরেকটু দখল রাখতে পারলে ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন বেনফিকা কোচ ব্রুনো লাগে।
তার ভাষ্যে, ‘আমাদের আরও একটু পজেশন দরকার ছিল। বলের নিয়ন্ত্রণ, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার মতো খেলোয়াড় আমাদের দলে আছে। এ ধরনের চাপ সামলানোর সামর্থ্যও ছেলেদের আছে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমার্ধে আমরা এগুলোর কোনোটিই কাজে লাগাতে পারিনি।’
‘আমি জানতাম, সময়ের সঙ্গে সঙ্গে চাপও কমে যাবে আর আমরা আরও বেশি পজেশন পাব। কিন্তু ভাগ্যের ফেরে তা আর হয়ে ওঠেনি।’
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে বেনফিকা।
আরও পড়ুন: দাপট দেখিয়েও ইন্টারের মাঠে হারল আর্সেনাল
৪১৭ দিন আগে