খেলাধুলা
এবার বিদায় বলে দিলেন নয়ার
বয়স বেড়ে চললেও বিশ্রাম নেওয়ার কথা যেন ভুলেই গিয়েছিলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে জাতীয় দলের জার্সিতে ১৫টি বসন্ত পার করে এবার আন্তার্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
২০০৯ সালে জার্মানির জাতীয় দলে অভিষেক হয় ৩৮ বছর বয়সী এই গোলরক্ষকের। এরপর থেকে দলটির গোলপোস্টের নিচে এতদিন একক আধিপত্য বিস্তার করে ছিলেন তিনি। মাঝে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ২০১৪ সালের বিশ্বকাপও জেতেন তিনি।
গত ১৫ বছরে জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন নয়ার, যার মধ্যে ৪৯ ম্যাচেই গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে নয়ার লেখেন, ‘জার্মান জাতীয় দলে আমার শেষ দিন আজ। আমাকে যারা চেনেন, তারা নিশ্চয় জানেন যে কতটা গুরুত্বের সঙ্গে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
‘শারীরিকভাবে আমি এখনও পুরোপুরি ফিট, তাই আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সবাই আমাকে (দলে) থেকে যেতে বলেছিলেন। তবে আমার কাছে জাতীয় দলের অধ্যায় শেষ করার এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে।’
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
নয়ারের অবসরের ঘোষণার পর জার্মান ফুটবল ফেডারেশন থেকে তাকে ‘সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন’ খেতাব দিয়ে বিদায় জানানো হয়েছে।
এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘তোমার জন্য লেখা সব শব্দই ছোট হয়ে যাবে। তবে তার সবই হৃদয় থেকে লিখছি: ধন্যবাদ মানু (মানুয়েল)।’
‘তোমার অনন্য, অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন। বিশেষ করে দল ও সতীর্থদের জন্য তোমার উৎসর্গ, বন্ধুত্ব এবং কোটি কোটি ভক্ত ও ফুটবলারদের জন্য তুমি অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গোলকিপিংয়ের ধরনই বদলে দিয়েছ তুমি, যেমনটি করেছ দলের খেলায়। একজন অধিনায়ক হিসেবে, রোল মডেল হিসেবে, বিশ্বচ্যাম্পিয়ন ও একজন বন্ধু হিসেবে আমরা তোমাকে মিস করব।’
মাঠে নেমে শুধু গোলপোস্ট রক্ষা করাই নয়, একজন ডিফেন্ডারের কাজও করে গোলকিপিংয়ে নতুন যুগের সূচনাকারীদের একজন হয়ে ওঠেন নয়ার। তিনি মাঠে থাকলে বাড়তি সুবিধা পায় তার সতীর্থরা।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
তার জার্মান সতীর্থ ইলকাই গুন্ডোগান অবসরের ঘোষণা দেওয়ার দুদিন পর তিনিও বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে দিলেন।
এর আগে, ইউরো আসর শেষে অবসরের ঘোষণা দেন টমাস মুলার ও টনি ক্রুস। তারপর থেকে জার্মান জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলাররা একে একে অবসরের ঘোষণা দিতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন নয়ার।
তবে জাতীয় দল ছাড়লেও ক্লাবে খেলা চালিয়ে যাবেন তিনি।
৪৯৪ দিন আগে
বার্সেলোনা থেকে আবারও সিটিতে গুন্ডোগান
শৈশবের স্বপ্নপূরণে গত গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে অনেক কাঠখড় পুড়িয়েছিলেন ইলকাই গুন্ডোগান। ম্যানচেস্টার সিটিতে সুখে থাকার পরও বার্সেলোনার আহ্বান আসামাত্রই সে ডাকে সাড়া দিয়েছিলেন তিনি। এজন্য আর্থিক সমস্যায় ভুগতে থাকা বার্সেলোনাকে দলবদল সম্পন্ন করতে আর্থিকভাবে সহযোগিতাও করেছিলেন তিনি। তবে এক মৌসুম শেষেই স্বপ্নভঙ্গ হয়েছে এই জার্মান মিডফিল্ডারের। প্রিয় ক্লাব তাকে আর রাখতে চায় না।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তাকে ছেড়ে দিতে বার্সেলোনা এতটাই মরিয়া যে, আরও দুই বছর চুক্তির মেয়াদ থাকলেও কোনোপ্রকার ট্রান্সফার ফিও নিতে চায় না তারা।
মূলত লাইপসিগ থেকে দানি অলমোকে দলে ভেড়ালেও ফেয়ার প্লে নিয়ম অনুসারে আর্থিক অবস্থা ১:১ এ নিতে না পারায় এখনও তাকে লা লিগায় নিবন্ধন করতে পারেনি বার্সা। তাছাড়া চলতি দলবদল শেষ হওয়ার আগে আরও একজন উইঙ্গার দলে টানতে চায় ক্লাবটি। তাকে নিবন্ধন করতেও দলের ভেতর থেকে আরও খেলোয়াড় ছেড়ে (বেতন) জায়গা খালি করার প্রয়োজন হবে তাদের।
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
গুন্ডোগান বার্সেলোনার সর্বোচ্চ বেতনভোগীদের একজন। এ কারণেই তাকে ছেড়ে দিতে চায় বার্সেলোনা। শুরুতে তিনি ক্লাবে চুক্তির দুই বছরই থেকে যেতে অটল থাকলেও শেষ পর্যন্ত ক্লাবের মঙ্গলে সে সিদ্ধান্ত থেকে সরে গিয়েছেন। এমনকি বার্সার কাছ থেকে চুক্তির অবশিষ্ট দুই বছরের বেতনও ছেড়ে দিয়েছেন তিনি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবর, তাকে পেতে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও ম্যানচেস্টার সিটিতেই ফিরছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। কাতার থেকে এই জার্মান মিডফিল্ডারের জন্য বড় আকারের আর্থিক অঙ্কের প্রস্তাব এসেছিল। তবে গুরু গার্দিওলার কাছেই ফিরতে চেয়েছেন তিনি।
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, গুন্ডোগানের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানার পরপরই সিটি বস পেপ গার্দিওলা তাকে ফোন করেন। কোচের কাছে ফেরার আগ্রহের কথা জানালে তাকে দলে ভেড়াতে ক্লাব কর্তৃপক্ষকে কার্যক্রম শুরু করতে বলেন গার্দিওলা। এরপর বার্সেলোনার কোনো আর্থিক দাবি না থাকায় চুক্তিটি পাকাপাকি হওয়ার খুব কাছাকাছি রয়েছে।
রোমানোর তথ্যানুসারে, আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন ক্লাবটির সাবেক এই অধিনায়ক। তবে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে বার্সেলোনা সতীর্থদের কাছ থেকে গুন্ডোগান বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন রোমানো।
আরও পড়ুন: বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাবে রোনালদিনিয়োর ছেলে
উল্লেখ্য, ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাটাকিং মিডফিল্ডার হুলিয়ান আলভারেসকে আতলেতিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেওয়ার পর মাঝমাঠে সিটির স্কোয়াডের গভীরতা কমে গেছে। তাছাড়া তরুণ মিডফিল্ডার অস্কার বব চোটে ছিটকে যাওয়ায় অবস্থা আরও শোচনীয় হয়েছে দলটির। এমন সময়ে গুন্ডোগানের মতো অভিজ্ঞ মিডফিল্ডারের বিকল্প ছিল না প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটি যোগ দিয়ে সাতটি মৌসুম ম্যানচেস্টারের এই ক্লাবটির হয়ে খেলেছেন গুন্ডোগান। এই সময়ে ৩০৪ ম্যাচে ৬০ গোল করেছেন এই মিডফিল্ডার। পাশাপাশি জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ, চারটি ক্যারাবাউ কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড ও একটি চ্যাম্পিয়ন্স লিগহস মোট ১৪টি ট্রফি।
৪৯৪ দিন আগে
সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেন নতুন বিসিবি সভাপতি
ক্রিকেটার হিসেবে দুই দশকেরও বেশি সময় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে প্রায় এক দশক কাটানোর পর বিসিবির নতুন সভাপতি হয়ে ফিরেছেন ফারুক আহমেদ।
দায়িত্ব পেয়েই ফারুক গণমাধ্যমে বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে বোর্ডের মধ্যে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, যা গত এক দশক ধরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জর্জরিত।
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন খাতে পরিবর্তন আসছে। এরই ধারাবাহিকতায় পরিবর্তনের ঢেউ লেগেছে বিসিবিতেও। বিসিবি সভাপতির পথ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় দায়িত্ব পান ফারুক।
এরপর সংবাদ সম্মেলনে এসে ধৈর্য্য ধরে সাংবাদিকদের একের পর এক পশ্নে উত্তর দেন তিনি।
আরও পড়ুন: পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি হিসেবে নিজের নিয়োগ এবং ক্রিকেটার ও জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের অতীতের কথা তুলে ধরে ফারুক বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত। খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।’
আমাদের দেশের ক্রিকেটে প্রচুর সম্ভাবনা রয়েছে জানিয়ে তা অর্জনে যথাসাধ্য চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি।
‘বাংলাদেশের মতো সম্ভাবনাময় একটা দেশের যতটা করার দরকার ছিল, আমরা ততটা পারিনি। আমাদের সাফল্য একদম কম নেই। তবে সুনির্দিষ্টি কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করার দরকার ছিল, আমরা পারিনি। আমাদের দায়িত্ব হবে, এই সিস্টেমটাকে পুনর্গঠন করা।’
আগের বোর্ডের অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক বাইরের চাপ থাকে। আশা করব যে, এবার আমি সভাপতি থাকার অবস্থায়, যতটুকু সম্ভব, এটা সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই।’
‘একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে আমি পদত্যাগ করেছিলাম। আমার কাছে তাই এটিই সবচেয়ে বড় প্রাধান্য পাবে যে, সিস্টেম তৈরি করতে চাই।’
নতুন বিসিবি সভাপতি বলেন, ‘সত্যিকার অর্থেই যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায়, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। ১৮ কোটি মানুষের দেশে, আমাদের খেলোয়াড়, দর্শক, আপনারা (সংবাদমাধ্যম), সবাই এত বেশি খেলাপাগল ও ক্রিকেটপাগল, সেখানে অনেক উপাদান ঢুকে যায় এবং ক্রিকেট বোর্ড অনেক গ্ল্যামরাস হয়ে যায়। সবাই এটার অংশ পেতে চায়। আমি চাইব, আমাদের প্রথম প্রাধান্য হবে ক্রিকেটের উন্নতি।’
তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরে বাংলাদেশ এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি। আমরা সবাই বাংলাদেশের মানুষ। প্রতিটি সংস্থায় যে দুর্নীতির কথা শুনেছি, ক্রিকেট বোর্ড এটির বাইরে নয়। যদি এরকম কিছু থাকে, অবশ্যই আমরা খোঁজ নেব। দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যাবে না। কেউ যদি এটা বলে, আমি বিশ্বাস করব না। তবে একটা সিস্টেম চালু করতে হবে, যেখানে এসব (দুর্নীতি) আমরা কমাতে পারব।’
‘আমার মেয়াদ কতদিন হবে, এটা জানি না। তবে আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, আমার সময়কাল যতদিন থাকবে, ততদিন সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জিনিসগুলোর খেয়াল রাখা।’
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি মুখে অনেক কিছু বললাম, অনেক স্বপ্ন দেখালাম, কিন্তু দেখতে গিয়ে যদি দেখেন যে, কথার কাছাকাছি কিছু আমি করতে পারিনি, তাহলে তো হবে না। এজন্য কথা কমিয়ে দিয়ে, ক্রিকেটের জন্য যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ, ওই জায়গাগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করব।’
ক্রিকেটে যথেষ্ট কৌশলগত দক্ষতা না থাকলেও দল নির্বাচনে নিজের প্রভাব খাটিয়ে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতেন। তবে দল নির্বাচনে হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক।
অবশ্য দল নির্বাচন নিয়ে মাঝেমধ্যে নিজের মতামত প্রকাশ করতে পারেন বলেও এসময় ইঙ্গিত দেন তিনি।
সভাপতি বলেন, ‘আমি নির্বাচকদের সর্বোচ্চ স্বাধীনতা দেব।’ উদাহরণ হিসেবে তিনি রিশাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে তিনি উপযুক্ত হবেন। তবে আমি আমার প্রস্তাব নির্বাচকদের স্পষ্ট করে বলব না।’
এর আগে, টাইগারদের প্রধান কোচ হিসেবে চণ্ডিকা হাথুরুসিংহের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফারুক। সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে আগের মতামত পুনর্ব্যক্ত করেন তিনি।
হাথুরুসিংহের ভবিষ্যতের ব্যাপারে ফারুক বলেন, ‘চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে।’
‘তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট এক ওভারে ৩৯ রানের রেকর্ড
৪৯৪ দিন আগে
অবশেষে ‘ঠিকানা’ খুঁজে পেলেন ফেলিক্স
আতলেতিকো মাদ্রিদে থাকতে না চাওয়ায় গত দুই মৌসুম ধরে এক প্রকার ভেসে বেড়াচ্ছিলেন পর্তুগিজ তারকা জোয়াইও ফেলিক্স। অবশেষে ২০২২-২৩ মৌসুমে ধারে খেলা স্ট্যামফোর্ড ব্রিজই হলো তার নতুন ঠিকানা।
বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানিয়েছে, ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে ২৪ বছর বয়সী এই তারকাকে দলে টেনেছে চেলসি।
দুই মৌসুম আগে ওয়ান্দা মেত্রোপলিতানো ছাড়ার ইচ্ছার কথা জানানোর পর থেকেই প্রতিভাবান এই তরুণ ফুটবলারের জন্য নতুন ঠিকানা খুঁজছিল আতলেতিকো। ২০২২-২৩ মৌসুমের শেষ ছয় মাসের জন্য চেলসিতে তাকে ধারে পাঠানো হয়। সে সময় ব্লুজদের হয়ে ২০ ম্যাচ খেলে ৪ গোল করেন ফেলিক্স।
তবে মৌসুম শেষে চেলসি তাকে রাখতে না চাওয়ায় আবারও ফিরতে হয় মাদ্রিদে। এরপর গত মৌসুমে বার্সেলোনা তাকে এক মৌসুমের জন্য ধারে নেয়। মৌসুমজুড়ে কোচ শাভি এরনান্দেসের শুরুর একাদশে জায়গা করে নিতে না পারলেও বেশিরভাগ ম্যাচে তিনি নামেন বদলি খেলোয়াড় হিসেবে। তারপরও কাতালুনিয়ার দলটির হয়ে ৪৪ ম্যাচ খেলে ১০ গোল করেন এই ফরোয়ার্ড।
এরপর বার্সেলোনাও তাকে পাকাপাকিভাবে দলে না টেনে মৌসুম শেষে আতলেতিকোয় পাঠিয়ে দেয়। তারপর থেকে ফের ফেলিক্সের জন্য নতুন ঠিকানা খুঁজছিল মাদ্রিদের ক্লাবটি।
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
কিছুদিন থেকেই তাকে দলে টানতে চেলসির ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো। এবার গুঞ্জন সত্যি করে অবশেষে স্থায়ী দলবদলে ঠিকানা খুঁজে পেলেন এই পর্তুগিজ তারকা। চেলসিতে যোগ দিয়ে তার কণ্ঠেও এ বিষয়ে স্বস্তি ঝরেছে।
চেলসির অফিশিয়াল সাইটে ফেলিক্স লিখেছেন, ‘(স্থায়ী) ঠিকানা করে নিতে এটি আমার জন্যে একটি ভালো সুযোগ।’
‘চেলসি ও বার্সায় দুটি লোনপর্ব শেষের পর আমার একটি জায়গায় স্থায়ী হওয়ার দরকার ছিল। এক্ষেত্রে চেলসির চেয়ে ভালো স্থান হতে পারে না। উন্নতি করার জন্য এই ক্লাবটি আমার কাছে একেবারে উপযুক্ত মনে হয়।’
শুধু আতলেতিকো ছাড়তেই চেলসিতে আসেননি ফেলিক্স। ক্লাবটির অনেকগুলো বিষয় তাকে গন্তব্য নির্বাচনে সহায়তা করেছে বলেও তিনি জানিয়েছেন।
‘অনেকগুলো বিষয়ের একটু একটু করে নিয়ে আমি চেলসিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাব, প্রজেক্ট, লিগ, সমর্থক ও এখানে আমার কাটানো সময়- সবকিছু আমি পছন্দ করি। এখানে (এর আগে) যখন ছিলাম, ভালো ফল আনতে না পারলেও ওই সময়টা আমি খুব ভালো কাটিয়েছিলাম। তাই ফিরে আসতে পেরে সত্যিই আমি খুশি।’
তবে আগের ব্যর্থতা আর পেছনে ফিরে দেখতে চান না তিনি। সময়ের সঙ্গে তিনি যে নিজেও বদলেছেন, তা জানিয়ে আগামীতে আরও ভালো করার প্রত্যয় ঝরল এ তরুণের কণ্ঠে।
‘সেবারের চেয়ে এবার আমি অনেকটাই বদলেছি। এখন আমার বয়স ২৪, (আগামী) নভেম্বরে ২৫-এ পা দেব। খেলোয়াড় হিসেবে এখন নিজেকে অনেকটাই পরিণত মনে হয়। প্রিমিয়ার লিগে খেলতে আমি এখন অনেকটাই প্রস্তুত।’
নিজের সেরাটা এখনও দেখাননি জানিয়ে ফেলিক্স বলেন, এই বছরটি ভালো একটি বছর হতে চলেছে। কারণ অবশেষে আমি ঠিকানা খুঁজে পেয়েছি। তাই নতুন ঠিকানায় ফুটবলটা উপভোগ করতে চাই।’
আরও পড়ুন: আলভারেস আতলেতিকোর ডিএনএর সঙ্গে পুরোপুরি মানানসই: সিমিওনে
ফেলিক্সকে পেয়ে উচ্ছ্বসিত চেলসি কোচ এনসো মারেসকাও। তিনি বলেছেন, ‘জোইয়াও (ফেলিক্স) দারুণ প্রতিভাবান। ক্লাবের সবাই আগে থেকেই তাকে চেনে। তার ভালো দিকগুলোর মধ্যে রয়েছে- সে ইনসাইড, নম্বর নাইন কিংবা আউটসাইড- বিভিন্ন পজিশনে খেলতে পারে।’
১৯৯৯ সালে পর্তুগালের ভিসেউতে জন্ম নেওয়া এই ফুটবলার মাত্র ১৭ বছর বয়সে বেনফিকার জার্সিতে পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে মাত্র বেনফিকার হয়ে ওই মৌসুমে ২৬ ম্যাচে ১৫ গোল ও ৯ অ্যাসিস্ট করে ইউরোপীয় ফুটবলে সাড়া ফেলে দেন তিনি। পর্তুগিজ লিগের ওই মৌসুমের ‘গোল্ডেন বয়’ খেতাবও জোটে তার।
পরের বছর জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ফেলিক্সের। এরপর ২০২০ সালে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমান তিনি। ক্লাবের রেকর্ড ফিতে ফেলিক্সকে দলে টানে আতলেতিকো। তবে দিয়েগো সিমিওনের তত্ত্বাবধায়নে নিজেকে মেলে ধরতে পারেননি এই প্রতিভাবান ফুটবলার।
৪৯৪ দিন আগে
পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান পাপন।
নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদের নিয়োগ নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
এর আগে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করলেও বোর্ডের সঙ্গে অজ্ঞাত মতপার্থক্যের কারণে পদত্যাগ করেন ফারুক আহমেদ।
ফারুকের নিয়োগের মধ্য দিয়ে বিসিবি সভাপতি হিসেবে নাজমুলের দীর্ঘ ও কিছুটা বিতর্কিত মেয়াদের অবসান হলো।
২০১৩ সালে বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ পান নাজমুল হাসান পাপন। আগামী বছর বিসিবি সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদ পূর্ণ হতো তার। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
৪৯৫ দিন আগে
বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিতিশীলতার জেরে এবার ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ থেকে সরিয়ে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।
বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত নিল আইসিসি।
আগামী ৩ থেকে ২০ অক্টোবর দুবাই ও শারজাহর দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নবম আসর। অবশ্য ভেন্যু পরিবর্তন হলেও আয়োজক স্বত্ব ধরে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ৫ অক্টোবর আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে নিরাপত্তা সংকটের মাঝে বেশ কয়েকটি অংশগ্রহণকারী দেশের সরকার বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে। এ কারণে বিশ্ব ক্রিকেটের এই আসরটি বাংলাদেশে আয়োজন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এরপরই টুর্নামেন্টের আয়োজন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি।
আরও পড়ুন: ২০২৪ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। এছাড়া নতুন আয়োজক হিসেবে দায়িত্ব নিতে এগিয়ে আসায় আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে না পারাটা লজ্জার। কারণ আমরা জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্মরণীয় আসর আয়োজন করত।’
গত কয়েক বছরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের একটি অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে, ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আরব আমিরাত। চলমান বিশ্বকাপ আসর আয়োজনেও তারা ভালোভাবেই প্রস্তুত।
আমিরাতের পাশাপাশি এই আসরটির আয়োজনে ইচ্ছা প্রকাশ করায় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকেও ধন্যবাদ জানিয়েছে আইসিসি।
এ বিষয়ে জিওফ জানান, ২০২৬ সালে এই দুই দেশে আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
তিনি বলেন, ‘আমি বিসিবির (আয়োজক) দলকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা বাংলাদেশে আসরটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে সেখানে ভ্রমণ সতর্কতা জারি করার কারণে সেটা সম্ভব হয়নি। তবে তাদের হাতেই আয়োজকের স্বত্ব থাকবে।’
আরও পড়ুন: বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
৪৯৫ দিন আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুইস গোলরক্ষক জমের
দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান জমের। ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলায় মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (১৯ আগস্ট) জমেরের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছে সুইস ফুটবল ফেডারেশন।
এছাড়া ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে জমের লেখেন, ‘সচেতনভাবে ভাবনা-চিন্তা করে সুইজারল্যান্ডের জাতীয় দল থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
‘প্রতিবেশি দেশ জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোয় আমাদের আরও একবার ফাইনালসে খেলার গৌরব অর্জনের পর এখন বিদায় বলার সময় এসেছে।’
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
২০১২ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় জমেরের। এরপর দেশের হয়ে ৯৪ ম্যাচে গোলপোস্ট সামলেছেন তিনি।
সদ্য শেষ হওয়া ইউরো আসরেও সুইস গোলপোস্টের নিচে অন্তন্দ্র প্রহরীর ভূমিকায় দেখা যায় তাকে। আসরের কোয়ার্টার ফাইনালে রানার্স-আপ ইংল্যান্ডের কাছে হেরে ইউরোযাত্রা থামে সুইসদের। ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হারে তারা।
এছাড়া ২০১৬ ও ২০২০ সালের ইউরো আসর এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও খেলেন তিনি।
জাতীয় দলের দায়িত্ব পালনকালে ২০২০ ইউরোর শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি। ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ফ্রান্সকে কাঁদিয়ে শেষ আটে জায়গা করে নেয় জমেরের সুইজারল্যান্ড।
কয়েক মৌসুম বায়ার্ন মিউনিখে মানুয়েল নয়ারের বিকল্প হিসেবে থাকার পর গত মৌসুমে ইন্টার মিলানের প্রধান গোলরক্ষক হিসেবে যোগ দেন জমের। ওই মৌসুমে ইন্টারকে সেরি-আ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
এছাড়া বায়ার্নে থাকাকালে একটি এবং সুইস লিগে এফসি বাসেলের হয়ে চারটি লিগ শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
জমের অবসের যাওয়ায় সুইজারল্যান্ডের গোলপোস্টের নিচে এখন নিয়মিত দেখা যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলকে। জমের থাকায় জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি।
উয়েফা নেশন্স লিগে আগামী ৫ সেপ্টেম্বর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। এর তিন দিন পর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে মুরাত ইয়াকিনের শিষ্যরা।
৪৯৫ দিন আগে
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই খেলবে আর্জেন্টিনা
কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর জাতীয় দল ও ক্লাব থেকে সম্পূর্ণ বাইরে রয়েছেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচেও তাকে দলে পাচ্ছে না আর্জেন্টিনা।
আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের জন্য সোমবার (১৯ আগস্ট) দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন মায়েস্ত্রোর।
তিনি ছাড়াও রিভার প্লেট গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিকে স্কোয়াডে রাখা হয়নি। এছাড়া ফরোয়ার্ড মার্কোস আকুনিয়া ও পাওলো দিবালারও জায়গা হয়নি দলে। কোপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় আনহেল দি মারিয়াকেও পাচ্ছেন না কোচ স্কালোনি।
তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সৌদি আরবের ক্লাব আল কাদসিয়াহর মিডফিল্ডার এসেকিয়েল ফের্নান্দেস। এছাড়া লাৎসিওর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসকেও স্কোয়াডে রেখেছেন কোচ।
আরও পড়ুন: মায়ামিতেই শেষ, জানিয়ে দিলেন মেসি
আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এর চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে যাবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
চিলি ও কলম্বিয়ার বিপেক্ষ আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), ওয়াল্তার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই) ও হুয়ান মুসো (আতালান্তা)।
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্শেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড) ও নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: ভালেন্তিন বার্কো (ব্রাইটন), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), গিদো রদ্রিগেস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), এসেকিয়েল ফের্নান্দেস (আল কাদসিয়াহ) ও রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: নিকোলাস গন্সালেস (ফিওরেন্তিনা), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), মাতিয়াস সুলে (রোমা), গিলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), ভালেন্তিন কারবোনি (অলিম্পিক মার্শেই), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান) ও ভালেন্তিন কাস্তেয়ানোস (লাৎসিও)।
আরও পড়ুন: ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার রেকর্ড
৪৯৫ দিন আগে
বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
চলতি গ্রীষ্মকালীন দলবদলেই বার্সেলোনা ছাড়তে হচ্ছে- এমন গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির অধিনায়ক ইলকাই গুনডোগান।
সোমবার (১৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের বিদায়বার্তা লেখেন বার্সেলোনা মিডফিল্ডার।
৩৩ বছর বয়সী এই ফুটবলার লেখেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, জাতীয় দল থেকে আমার অবসর নেওয়ার সময় এসেছে।’
‘২০১১ সালে যখন জাতীয় দলে আমার অভিষেক হয় তখন স্বপ্নেও ভাবিনি যে, দেশের হয়ে আমি ৮২টি ম্যাচ খেলার সুযোগ পাব। এখন ফিরে তাকালে এ নিয়ে শুধুই গর্ব হয়।’
জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমে ১৯টি গোল করেছেন গুনডোগান। সর্বশেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে জার্মানির অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন তিনি। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে স্পেনের কাছে হেরে গেলেও নিজ দেশের সমর্থকদের পাশাপাশি ফুটবলবোদ্ধা, সমালোচক, এমনকি প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকেও প্রশংসা কুড়ায় গুনডোগানের দল।
আরও পড়ুন: স্বর্গীয় ফুটবল উপহার দিয়েও নিয়তি মানতে হলো জার্মানির
ওই ম্যাচটিই জাতীয় দলে তার শেষ ম্যাচ হয়ে থাকল। সেমিফাইনালে হারের পর জাতীয় দলকে বিদায় জানান ফরোয়ার্ড টমাস মুলার ও মিডফিল্ডার টনি ক্রুসও।
অধিনায়ক হয় জাতীয় দলের নেতৃত্ব দিতে পারাটা যে তার কাছে কতটা সম্মানের, বিদায়বেলায় সে কথাই ঝরল তার কণ্ঠে।
‘ইউরোয় দলকে নেতৃত্ব দিতে পারাই ছিল জাতীয় দলে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানের বিষয়।’
তবে ইউরো শুরুর আগেই অবসরে যাওয়ার কথা তারা মাথায় আসে বলে জানান এ মিডফিল্ডার।
‘টুর্নামেন্ট শুরুর আগেই শরীর ও মনে এক ধরনের ক্লান্তি অনুভব করছিলাম আমি। বিষয়টি আমাকে (অবসর নিয়ে) ভাবনার শুরুটা এনে দেয়। তাছাড়া ক্লাব ও জাতীয় দল মিলিয়ে (বর্তমানে) কম ম্যাচও খেলা হচ্ছে না।’
প্রসঙ্গত, গত কয়েকটি বড় আসরে একেবারেই ভালো কাটেনি জার্মানির। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় চারবারের বিশ্বকাপজয়ীরা। এর মাঝে ২০২০ সালের ইউরোতেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় তাদের।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
এছাড়া, উয়েফা নেশন্স লিগেও গত কয়েক মৌসুম ধরে তাদের পারফরম্যান্স হতাশাজনক। ২০১৮-১৯ মৌসুমে ফ্রান্স ও নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপপর্বে টেবিলের তিনে থেকে দ্বিতীয় বিভাগে অবনমন হয় জার্মানির। এরপর ২০২০-২১ মৌসুমে মূলপর্বে উঠে সেমিফাইনাল খেললেও সেখানে স্পেনের কাছে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হয় তারা। সবশেষ ২০২২-২৩ মৌসুমে ইতালি ও হাঙ্গেরির বিপক্ষে খেলে ফের একবার গ্রুপপর্ব পার করতে ব্যর্থ হয় তারা, এমনকি তৃতীয় ও শেষ দল হিসেবে আবারও দ্বিতীয় বিভাগে অবনমন হয় দলটির।
সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নেশন্স লিগের ২০২৩-২৪ মৌসুমে ফের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল। গ্রুপ-৩ এ এবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও বসনিয়া-হার্জেগোভিনা।
৪৯৫ দিন আগে
আক্রমণভাগে পরিবর্তন আসায় দলে ভারসাম্যের অভাব দেখছেন আনচেলত্তি
প্রাক-মৌসুম, এমনকি উয়েফা সুপার কাপের ম্যাচেও রিয়াল মাদ্রিদের যে পারফরম্যান্স, তার ধারেকাছেও ছিল না লা লিগায় মায়োর্কার বিপক্ষে দলটির প্রথম ম্যাচে। ওই ম্যাচের পর দলের রক্ষণভাগের পারফরম্যান্সকে দুষলেন কোচ কার্লো আনচেলত্তি।
রবিবার (১৮ আগস্ট) রাতে মায়োর্কার মাঠ থেকে কোনোমতে ১-১ গোলের ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে রদ্রিগোর দারুণ এক গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে আধিপত্য ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। ভেদাত মুরিচির অসাধারণ এক হেডারে ঠিকানা খুঁজে নেয় বল।
এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পায়, তবে সেগুলোর একটিও কাজে লাগাতে পারেনি কেউ। ফলে ম্যাচ শেষে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১ পয়েন্ট পেয়ে উল্লাস করেন মায়োর্কার খেলোয়াড়রা। অন্যদিকে, প্রত্যাশিত তিন পয়েন্ট না পেয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে খোলাখুলি কথা বলেন আনচেলত্তি, ‘আজকে আমি মোটেই সন্তুষ্ট নই। আমার মনে হয়, আমরা এর চেয়ে অনেক ভালো করতে পারতাম।’
‘খেলায় আমাদের আরও মনোযোগী হতে হবে, দলগতভাবে আরও ভালো খেলতে হবে। এটা শারীরিক সমস্যা নয়, সমস্যাটি মানসিক।’
হারসম এই ড্রয়ের পর কোনো অজুহাত খুঁজতে চাননি রিয়াল বস। তিনি বলেন, ‘আমাদের আরও ভালো খেলা উচিৎ ছিল; মাঠে আরও বেশি তাড়না দেখানো উচিৎ ছিল। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই ম্যাচে এটি স্পষ্ট হয়েছে যে, আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে।’
এসময় রক্ষণভাগের সমালোচনা করে তিনি বলেন, ‘আক্রমণভাগে কিলিয়ান (এমবাপ্পে), রদ্রিগো, ভিনি (ভিনিসিউস) ও বেলিংহ্যামের মতো ফুটবলার থাকায় আমাদের সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছে। ডিফেন্ডারদের নতুন এই সিস্টেমে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে, রক্ষণে আরও শৃঙ্খলা আনতে হবে।’
ম্যাচটি রিয়াল মাদ্রিদ অনায়াসেই হারতে পারত জানিয়ে তিনি আরও বলেন, ‘নিজেদের ভুলের কারণে ম্যাচটি হারলেও অবাক হওয়ার কিছু ছিল না। তবে এই ম্যাচটি থেকে শিখে আমাদের দ্রুত ভুলগুলো শুধরে নিতে হবে।’
‘আমরা শুরুটা ভালো করেছিলাম, সেকারণে প্রথমার্ধে এগিয়েও গিয়েছিলাম। দ্বিতীয় গোলটি করে আরও এগিয়ে যাওয়ার মতো কিছু সুযোগও এসেছিল। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে (খেলায়) আমাদের ভারসাম্য হারিয়ে যায়।’
‘এসময় আমরা বল দখলে নিতে ব্যর্থ হয়েছি, বল হারিয়ে তা পুনরুদ্ধার করতে পারিনি, আর রক্ষণে গিয়ে অবস্থা আরও শোচনীয় হয়েছে।’
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
৬৫ বছর বয়সী এই ইতালিয়ান বলেন, ‘রক্ষণের পুরো বিষয়টিই হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। খেলোয়াড়রা একইরকম ভাবলে খেলায় ভারসাম্য আসে। আর এখানে ভারসাম্য হারিয়ে গেলে শুধু স্ট্রাইকারদের জন্যে নয়, মিডফিল্ডার-ডিফেন্ডার সবার জন্যেই সমস্যা হয়ে দাঁড়ায়।’
সান্তিয়াগো বের্নাবেউতে আগামী রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
৪৯৫ দিন আগে