খেলাধুলা
যেসব তথ্য ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই গুজব: তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম বাস মিস করার কথা স্বীকার করেছেন বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ। তবে এই ঘটনার সঙ্গে তাকে ম্যাচে না খেলানোর বিষয়টি জড়িত নয় বলে জানিয়েছেন তিনি।
সেই ম্যাচে তাসকিনের বদলি হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়। জাকের তাসকিনের মতো পেস বোলার নয় কিন্তু ব্যাটিং লাইনকে শক্তিশালী করতে দলের আরও একজন ব্যাটার নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
তবে এই সপ্তাহের শুরুতে একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাসকিন টিম বাস মিস করেছেন। এই কারণেই তাকে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে বুধবার (৩ জুলাই) দুপুরে ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিয়ে লেখেন তাসকিন আহমেদ।
তিনি লিখেছেন (মূল পোস্টের ভাষা অপরিবর্তিত), ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে।
প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন।
দ্বিতীয়ত, ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা আমি পরিষ্কার করতে চাই।
আমি স্বীকার করি যে, আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।
আমি সকাল ৮টা ৩৭-এ উঠেছিলাম এবং ৮টা ৪৩-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯টায় হোটেল ছেড়েছি। আমি সকাল ৯টা ৪০-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০টায়। আমরা সকাল ১০টা ১৫-তে জাতীয় সংগীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০টা ৩০-এ শুরু হয়েছিল।
এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে।
যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত ছিল না।
তাই, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি।
ভবিষ্যতে, আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।
আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।’
তবে এর আগে সাকিব আল হাসানের একটি বক্তব্য জানাচ্ছে ভিন্ন কথা। তিনি জানান, ম্যাচের মাত্র ১০ মিনিট আগে ভেন্যুতে পৌঁছানোই তাসকিনকে একাদশের বাইরে রাখার কারণ বলে সাকিবের কথায় ইঙ্গিত পাওয়া যায়।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, যা তাদের এখন পর্যন্ত সর্বোচ্চ। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখতে পারত টাইগাররা। সেই পরাজয়ই আড়াল করে দিয়েছে এবারের বিশ্বকাপের অন্যসব অর্জন।
৫৪৩ দিন আগে
কোপার কোয়ার্টারে কবে কে কার মুখোমুখি
কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোপা আমেরিকায় শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এর ফলে নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে সেরা আট দল।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও এবারের কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিয়েছে কানাডা, ভেনেজুয়েলা, একুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।
টানা তিন জয়ে ‘এ’ গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে ওঠা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে একুয়েডরের বিপক্ষে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আরও পড়ুন: ইউরোর শেষ আট চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি
পরদিন ভেনেজুয়েলার মুখোমুখি হবে অভিষেক আসরেই গ্রুপ পর্ব পেরিয়ে আসা কানাডা। এ ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এরপর রবিবার কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচদুটি অনুষ্ঠিত হবে। প্রথমটিতে অতিথি দল পানামার বিপক্ষে মাঠে নামবে টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পরে সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার শেষ লড়াইয়ে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিল।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে উরুগুয়ে। অন্যদিকে, এক জয় ও দুই ড্রয়ে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ হয় ব্রাজিল।
আরও পড়ুন: প্যারাগুয়েকে উড়িয়ে শঙ্কা কাটাল ব্রাজিল
৫৪৩ দিন আগে
ইউরোর শেষ আট চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি
অস্ট্রিয়াকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তুরস্ক। এর ফলে চূড়ান্ত হয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরের সেরা আট দল।
আগামী শুক্র ও শনিবার (৫ ও ৬ জুলাই) দুটি করে ম্যাচের মাধ্যমে সেমিফাইনালের জন্য সেরা চার দল চূড়ান্ত করা হবে।
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া দলগুলো হচ্ছে- সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।
আরও পড়ুন: অস্ট্রিয়াকে বিদায় করে ১৬ বছর পর কোয়ার্টারে তুরস্ক
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন। এরপর ওইদিন রাত একটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স।
পরের দিন শনিবার বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেদিন কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মাঠে নামবে গত আসরের রানার্স-আপ ইংল্যান্ড ও কোয়ার্টার ফাইনাল খেলা সুইজারল্যান্ড।
এরপর রাত একটায় সেমিফাইনালের শেষ টিকিট কাটতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তুরস্ক।
আরও পড়ুন: আক্রমণের পসরা সাজিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
৫৪৪ দিন আগে
অস্ট্রিয়াকে বিদায় করে ১৬ বছর পর কোয়ার্টারে তুরস্ক
ম্যাচ শুরু হতে না হতেই গোল, এরপর খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে দারুণ একটি গোল সেইভ- এই দুই কীর্তিতেই অস্ট্রিয়াকে হতাশ করে ১৬ বছর পর ইউরোর শেষ আট নিশ্চিত করেছে তুরস্ক।
লাইপসিগের রেড বুল আরেনায় মেরিহ দেমিরালের জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। এর ফলে ইউরোর চলতি আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভিনসেন্সো মনতেল্লার শিষ্যরা।
৬০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে ২১টি শট নেয় অস্ট্রিয়া, যার পাঁচটি ছিল লক্ষ্যে। তবে একবারের বেশি জাল খুঁজে পেল না রাল্ফ রাংনিকের শিষ্যরা।
অন্যদিকে, ৪০ শতাংশ সময় বল দখলে রেখে ৬টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারল তুরস্ক, যার দুটি থেকেই পেল সফলতা। ফলে অস্ট্রিয়ানদের হৃদয় ভেঙে শেষ আট নিশ্চিত করল তারা।
এর ফলে ২০০৮ সালের পর আবারও শেষ আটে উঠল তুরস্ক। সেবার পেনাল্টিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালও খেলেছিল দেশটি, যা ইউরোতে তাদের সেরা দৌড়।
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
ম্যাচ শুরুর প্রথমেই আক্রমণে ওঠে অস্ট্রিয়া। তবে সেই আক্রমণ থেকে বল নিয়ে পাল্টা আক্রমণে গিয়ে ম্যাচের ৫৭ সেকেন্ডের মাথায় গোল করে অস্ট্রিয়ানদের দুঃস্বপ্নময় শুরু উপহার দেয় তুরস্ক।
পাল্টা আক্রমণে গিয়ে কর্নার আদায় করে তুরস্ক। কর্নার থেকে রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা আর্দা গুলেরের উড়ন্ত শটটি অস্ট্রিয়ান ফুলব্যাক স্টেফান পশের পায়ে লেগে গোল পেয়েই যাচ্ছিল তুরস্ক। কিন্তু গোললাইন থেকে বলটি কোনোমতে ঠেকান গোলরক্ষক পাট্রিক পেন্টস। তবে মুহূর্তেই তা দেমিরালের পায়ে চলে গেলে লক্ষ্যভেদ করেন তিনি।
ফলে ম্যাচ শুরু হতেই এগিয়ে যায় তুরস্ক। দেমিরালের এই গোলটি ইউরোর নকআউট পর্বের ইতিহাসে দ্রুততম গোল।
৫৪৪ দিন আগে
আক্রমণের পসরা সাজিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
চমক জাগিয়ে বেলজিয়ামকে হটিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় উঠলেও নেদারল্যান্ডসের আক্রমণের তোড়ে ভেসে গেল রোমানিয়া। অন্যদিকে, তৃতীয় হয়ে কোনোমতে শেষ ষোলোয় উঠলেও নকআউট পর্বে এসে নিজেদের মেলে ধরল ডাচরা। এর ফলে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রোনাল্ড কুমানের দল।
মঙ্গলবার (২ জুলাই) মিউনিখের আলিয়ান্স আরেনায় সপ্তম ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস।
ডাচদের হয়ে গোলের খাতা খোলেন লিভারপুলের স্ট্রাইকার কোডি গাকপো, পরের গোল দুটি করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা ডনিয়েল মালেন।
এদিন গোলের জন্য মোট ২৩টি শট নিয়ে তার ৬টি লক্ষ্যে রাখতে পারে নেদারল্যান্ডস। অন্যদিকে, রোমানিয়ার ৫টি শটের মাত্র একটি ছিল লক্ষ্যে।
খেলায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে যায় ডাচরা। খেলার সর্বোপরি চিত্র এমন হলেও শুরুটা মোটেও একপেশে ছিল না।
প্রথম থেকেই ডাচদের সঙ্গে সমানে লড়াই করতে থাকে রোমানিয়া। নেদারল্যান্ডসের হয়ে খেলার ষষ্ঠ মিনিটে প্রথম শটটি নেন পিএসজির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জাভি সিমোন্স। তবে দুই মিনিট পরই ডাচ রক্ষণের পরীক্ষা নেয় রোমানিয়া।
এরপর ম্যাচের চতুর্দশ মিনিটে পরপর দুবার আক্রমণে ওঠে রোমানিয়া। তবে গোলের খুব কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে পারেনি তারা।
আরও পড়ুন: বেলিংহ্যামের শেষের নাটকের পর স্লোভাকিয়াকে কাঁদিয়ে শেষ আটে ইংল্যান্ড
এসময় সাবধানী ফুটবলে মনোযোগী হয় নেদারল্যান্ডস। ছোট ছোট পাসে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তারা। এতে দ্রুত সফলও হয় তারা। এরই পরিপ্রেক্ষিতে ২০তম মিনিটে ফলাফলও পেয়ে যায় নেদারল্যান্ডস।
সিমোন্সের পাস ধরে বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন গাকপো। এরপর একজন ডিফেন্ডারকে পরাস্ত করে কাছের পোস্ট দিয়ে নিচু শট শানান তিনি। আর এতেই বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেয়। ফলে প্রথমবার ম্যাচে এগিয়ে যায় ডাচরা।
চলতি আসরে গাকপোর এটি ছিল তৃতীয় গোল। জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শারাঞ্জের সঙ্গে যৌথভাবে যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
৫৪৪ দিন আগে
শাস্তি পেতে পারেন বেলিংহ্যাম
স্লোভাকিয়ার বিপক্ষে সমতাসূচক গোলটি করার পর অশালীন অঙ্গভঙ্গিতে উদযাপন করায় শাস্তি পেতে পারেন ইংল্যান্ডের রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম।
রবিবার (৩০ জুন) এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে প্রায় হেরেই বসেছিল ইংলিশরা। তবে যোগ করা অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান বেলিংহ্যাম। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে আরও একটি গোল করে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তোলেন অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচ চলাকালে টেলিভিশনের ক্যামেরায় বেলিংহ্যামের উদযাপনে কোনো অসঙ্গতি চোখে পড়েনি। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, যাতে দেখা গেছে, স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়ে হাত দিয়ে দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করছেন তিনি।
আরও পড়ুন: বেলিংহ্যামের শেষের নাটকের পর স্লোভাকিয়াকে কাঁদিয়ে শেষ আটে ইংল্যান্ড
অবশ্য, বেলিংহ্যামের দাবি, ঘনিষ্ঠ বন্ধুদের উদ্দেশে তিনি ওই আচরণ করেন।
তিনি বলেন, ‘স্টেডিয়ামে উপস্থিত কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে লক্ষ্য করে রসিকতার জন্য এটি করেছিলাম। স্লোভাকিয়া দল যেভাবে খেলেছে, তাতে তাদের প্রতি আমার শুধুই সম্মান রয়েছে।’
তবে, এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি ম্যাচে লাল কার্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধ। ফলে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নড়েচড়ে বসেছে উয়েফা।
এ বিষয়ে তদন্ত পরিচালনা করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কোয়ার্টার ফাইনালে বেলিংহ্যামকে নাও পেতে পারে দল।
আগামী শনিবার (৬ জুন) শেষ আটে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ইংল্যান্ড।
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
৫৪৫ দিন আগে
বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
মাত্র ১৬ বছর বয়সেই বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে দ্যুতি ছড়ানোর পর স্পেনের জার্সি গায়ে খেলা শুরু করেছেন লামিন ইয়ামাল। ইউরোর চলতি আসরে মাত্র চার ম্যাচ খেলেই সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ফুটবলার।
বয়সটা এতই কম যে, স্কুলের গণ্ডি এখনও পেরোতে পারেননি তিনি। অথচ, ইউরোপসেরার মঞ্চে খেলে রেকর্ড আর সুনাম কুড়িয়ে চলেছেন প্রতিনিয়ত।
এবার ফুটবল ইতিহাসের সেরাদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে নিজের নাম লিখিয়েছেন লামিন।
রবিবার (৩০ জুন) রাতে ইউরোর শেষ ষোলোর ম্যাচে জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নতুন দিনের ফুটবল নিয়ে খেলতে আসা স্পেন। ওই ম্যাচে ফাবিয়ান রুইসের করা দ্বিতীয় গোলে অ্যসিস্ট করেন লামিন। আর এতেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: জর্জিয়ার স্বপ্নযাত্রা থামাল দুর্দান্ত স্পেন
১৮ বছরেরে কম বয়সী ফুটবলার হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপে একাধিক অ্যাসিস্টের রেকর্ড গড়ে দুই দশক পর ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
চলতি আসরেই ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম অ্যাসিস্টটি করে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়েন তিনি।
এর আগে, ২০০৪ সালের ইউরো আসরে দুটি অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার বয়স ছিল তখন ১৯ বছর। সেক্ষেত্রে লামিনের বয়স মাত্র ১৬। তাছাড়া এই আসরেই রোনালদোর রেকর্ডটি একান্ত নিজের করে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে।
আগামী শুক্রবার (৫ জুলাই) স্টুটগার্টে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন। ওই ম্যাচে সতীর্থদের দিয়ে একটি গোল করাতে পারলেই কম বয়সে বেশি অ্যাসিস্টের একচ্ছত্র অধিপতি বনে যাবেন লামিন ইয়ামাল।
আরও পড়ুন: ইয়ামালের ইতিহাস গড়ার রাতে স্পেনে বিধ্বস্ত ক্রোয়েশিয়া
৫৪৫ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দলকে দেশে ফিরতে দিচ্ছে না ঘূর্ণিঝড় বেরিল
এক দশকেরও বেশি সময় পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঠল ভারতের হাতে। চতুর্থবারের মতো আইসিসি শিরোপা ঘরে তুলল তারা। এর আগে তারা দুটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।
২৯ জুন শিরোপা হাতে পেলেও এখনও দেশের মাটিতে পা রাখার সুযোগ মেলেনি রোহিত-কোহলিদের। তাদের ফেরার অপেক্ষায় কোটি কোটি ভারতবাসী কিন্তু ঘূর্ণিঝড় বেরিলের কারণে বাড়ি ফেরা আটকে আছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জয়ী ভারত ক্রিকেট দলের।
সিএনএন জানিয়েছে, ২০২৪ আটলান্টিক মৌসুমের প্রথম বড় ঝড় হারিকেন বেরিল। এটি ঘনীভূত হয়ে ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনে পরিণত হয়েছে, যা বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। রবিবার পর্যন্ত আবহাওয়া আপডেটে জানা যায় এটি ঘণ্টায় ১৩০ মাইল বেগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হয়েছে।
আরও পড়ুন: দেড় যুগের অপেক্ষার অবসান, টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারত
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রায় ৭০ জনের ভারতীয় দল, খেলোয়াড়, পরিবারের সদস্য এবং স্টাফরা বার্বাডোজ থেকে নিউ ইয়র্ক এবং তারপর সেখান থেকে নয়াদিল্লি ফেরার পরিকল্পনা করেছিল।
কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এতজন একসঙ্গে নিয়ে আসার মতো বিমান নেই। বিসিসিআইকে ৭০ জন সদস্যকে বহন করতে পারে এমন বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে।
১ জুলাই বিকাল পর্যন্ত এখনও স্পষ্ট নয় বিশ্বকাপজয়ীদের জন্য উপযুক্ত বিমান সংগ্রহ করে বার্বাডোজে কবে বা কখন পাঠাতে পারবে ভারত।
এদিকে, এই জয় যেন ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা- এমন খুশি নিয়ে বিশ্বকাপ জয় উদযাপন করছেন ভারতীয় সমর্থকরা।
এই জয়ের পর ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তারকা ব্যাটার বিরাট কোহলি এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মাও।
আরও পড়ুন: কোহলির পর রোহিতেরও অবসরের ঘোষণা
যদিও এটি বিরাটের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা, এর আগে ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন, এটি রোহিতের প্রথম বিশ্বকাপ ছিল। এই জয়টি রাহুল দ্রাবিড়ের জন্যও বিশেষ ছিল কেন না ভারতীয় দলের কোচ হিসেবে এটা তার প্রথম বিশ্বকাপ এবং এই টুর্নামেন্ট দিয়েই শেষ হলো কোচিংয়ের মেয়াদ।
প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করেছে ভারত। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ।
৫৪৫ দিন আগে
বেলিংহ্যামের শেষের নাটকের পর স্লোভাকিয়াকে কাঁদিয়ে শেষ আটে ইংল্যান্ড
বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমক জাগিয়ে ইউরো শুরু করা স্লোভাকিয়া নকআউট পর্বে পেয়েছিল গতবারের রানার্স-আপ ইংল্যান্ডকে। শক্তিশালী ইংলিশদেরও প্রায় হারিয়েই দিয়েছিল তারা। তবে তাদের স্বপ্নযাত্রা ম্লান হয়েছে জুড বেলিংহ্যামের একেবারে শেষ মুহূর্তে গোলে।
রোববার রাতে জার্মানির পশ্চিমের শহর গেলসেনকির্খেনে শেষ ষোলোর ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড।
প্রথমার্ধে ইভান শারাঞ্জ স্লোভাকিয়াকে এগিয়ে নেওয়ার পর ইংল্যান্ডকে নির্ধারিত নব্বই মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে পঞ্চম মিনিটেই জয়সূচক গোলটি করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন হ্যারি কেইন।
ফলে সামন্যের জন্য প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ায় কেঁদে বিদায় নিয়েছে ফ্রান্সেস্কো কালসোনার শিষ্যরা।
আরও পড়ুন: জর্জিয়ার স্বপ্নযাত্রা থামাল দুর্দান্ত স্পেন
পুরো ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও গোলে শট নেওয়ায় ইংল্যান্ডকে প্রায় সমানে টক্কর দিয়েছে স্লোভাকিয়া। ইংলিশদের ১৬টি শটের বিপরীতে তারা গোলে শট নেয় ১৩টি, যার মধ্যে ইংল্যান্ডের মাত্র দুটি শট লক্ষ্যে থাকলেও তাদের ছিল তিনটি।
৫৪৬ দিন আগে
জর্জিয়ার স্বপ্নযাত্রা থামাল দুর্দান্ত স্পেন
পর্তুগালকে ২-০ ব্যবধানে হারানোর পর জর্জিয়া কোচ উইলি স্যানিওল বলেছিলেন, শেষ ষোলোয় উঠতে পেরেই অনেক খুশি। তবে স্পেনকে ভয় পেয়ে খেলবে না তার শিষ্যরা। মাঠের খেলায় তা করেও দেখালেন জর্জিয়ার ফুটবলাররা। তবে বদলে যাওয়া স্পেনের ক্রমাগত ক্ষুরধার আক্রমণে ক্ষতবিক্ষত হলো তাদের হৃদয়।
কোলনে রবিবার দিবাগত রাতে জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ সব সেইভ করে দলকে শেষ ষোলোয় নিয়ে এসেছিলেন জর্জিয়ার তরুণ গোলরক্ষক জর্জি মামারডাশভিলি। গ্রুপপর্বের তিন ম্যাচে ২৭টি সেইভ করে ফুটবলপাড়ায় আলোচনার জন্ম দেন ২৩ বছর বয়সী ভ্যালেন্সিয়ার এই গোলরক্ষক। দুর্দান্ত স্পেনের বিপক্ষেও বারংবার দেখালেন সেই অসামান্য প্রতিভা। তবে একক প্রচেষ্টায় ঠিক পেরে উঠলেন না তিনি। স্পেনের ৯টি প্রচেষ্টা তার কাছে বাধা পেলেও চারবার ব্যর্থ হন মামারডাশভিলি।
অপরদিকে, শুরু থেকেই আক্রমণের পসরা সাজাতে থাকা স্পেন আত্মঘাতী গোল খেয়েও সেদিকে দৃকপাত না করে নিজেদের কাজের ধারা অব্যহত রাখল। আর তাতেই থেমে গেল ইউরোর ইতিহাসে প্রথমবার শেষ ষোলো খেলতে আসা জর্জিয়ার স্বপ্নযাত্রা।
আরও পড়ুন: ইয়ামালের ইতিহাস গড়ার রাতে স্পেনে বিধ্বস্ত ক্রোয়েশিয়া
ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ করতে থাকা স্পেন প্রতিপক্ষের গোলে ৩৫টি শট নেয়, যার ১৩টি ছিল লক্ষ্যে। অপরদিকে, দুই অর্ধে দুটি করে মোট চারটি শট নিয়ে তার একটিও লক্ষ্যে রাখতে পারেননি কিভিচা কেভারাটসখেলিয়ারা।
৫৪৬ দিন আগে