শুক্রবার বাংলাদেশ ইমার্জিং দলের সাথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নেমেছিল আয়ারল্যান্ড উলভস।
এর আগে গত বুধবার চট্টগ্রামে দুই দলের ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার ফল পাওয়া যায় শুক্রবার ম্যাচ শুরুর পর। চার ওভার বল করা ডানহাতি অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস কোভিড পজিটিভ শনাক্ত হন বলে সংশ্লিষ্টদের কাছে ফল আসে।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
মনে হচ্ছিল জেলখানায় আছি: মিরাজ
এরপর আক্রান্ত ক্রিকেটারকে নগরীর একটি হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়।
খেলার ৩০ ওভার শেষে কোভিড-১৯ এর এই ফল আসে। অবশ্য অন্য খেলোয়াড়দের করোনা নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তোলে বাংলাদেশ ইমার্জিং দল।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল
আইপিএলের জন্য শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন না সাকিব
এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচ ইনিংস ও ২৩ রানে জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। অন্যদিকে একই ভেন্যুতে সিরিজের আরও দুই ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ৭ ও ৯ মার্চ। এরপর সিরিজের ১২ ও ১৪ মার্চ শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে বাকি দুই ওয়ানডে। আর মিরপুরেই ১৭ ও ১৮ মার্চ গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।