আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার নতুন মুখ নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট এ দল ঘোষণা করে।
নতুনদের মধ্যে এবাদত হোসেন, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয় জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন এবং নাসুম আহমেদ খেলেছেন টি-টোয়েন্টি। তবে তাদের এখনও জাতীয় দলের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়নি।
মোহাম্মদ নাইম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন দল থেকে বাদ পড়েছেন।
আরও পড়ুন: আইপিএল ২০২২: দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ, প্রথমদিনে অবিক্রিত সাকিব
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এছাড়া বাকি দুটো ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সব কটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টা থেকে শুরু হবে।
ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ ও আফগান দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ম্যাচ দুটি ৩ ও ৫ মার্চ ঢাকায় হবে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয়।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ