এশিয়া কাপ ২০২২ এ বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান। এর মধ্যদিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল আফগানরা। টসে হেরে আফগানরা ফিল্ডিয় করে বাংলাদেশ দলকে ২০ ওভারে ১২৭ রানের মাথায় সাত উইকেটে গুটিয়ে ফেলে। এরপর ১২৮ রানের টার্গেটে শারজার মাঠে নামে আফগানরা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় খেলার শুরুতে বাংলাদেশ একাদশের ওপেনিং -এ ব্যাট হাতে নামে মোহাম্মদ নাইমও এনামুল হক। এরপর উইকেট বিপর্যয়ের মুখে পড়ে টাইগারদল।পরণতিতে অনিশ্চিত হয়ে পড়ে সুপার ফোরে যাওয়া। অপর দিকে বাংলাদেশ দলকে হারিয়ে নিজেদের সুপার ফোরে যাওয়া নিশ্চিত করল আফগান দল।
এর আগে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানরা। আজ বাংলাদেশের বিপক্ষেও বিরাট জয় পেল তারা।।
বাংলাদেশ টি২০ ফরম্যাটে ভালো প্রস্তুতি ছাড়াই খেলছে। তারা কেবল ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে দুটি ম্যাচে জিতেছিল।
টাইগার দল সম্প্রতি তাদের দলে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি২০ দলের দায়িত্ব থেকে সরিয়ে ফেলা হয়েছে। তার স্থলে ভারতীয় ক্রিকেটার শ্রীধরণ শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট নিযুক্ত করেছেন যিনি দুবাইতে টি২০-এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাকিব আল হাসানকে টি২০ এশিয়া কাপের অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি টি২০ খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচের মধ্যদিয়ে সাকিব একমাত্র তৃতীয় বাংলাদেশী যিনি শততম টি২০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন। এরআগে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এই অর্জন করেছিলেন।
আরও পড়ুন:আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম, এনামুল হক, সাকিব আল হাসান(অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম(উইকেট কিপার) মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ(উইকেট কিপার), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি(অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ উমারজাই, নাভিন উল হক, মুজিব-উর রহমান, ফজলহক ও ফারুকী।
পড়ুন:এশিয়া কাপ: টসে জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ