ঘরোয়া লিগে সব মিলিয়ে গত মৌসুমে মাত্র দুই ম্যাচ হারে রিয়াল মাদ্রিদ; দুটিই নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। তাই এ মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতেই তার শোধ তুলতে চান আনচেলত্তি।
মাদ্রিদের সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে স্প্যানিশ রাজধানীর দুই চির প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
তিনি বলেন, ‘আমাদের গত বছরের ভুলগুলো এবার কোনোভোবেই পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ওই শিক্ষাটা (গত মৌসুমের) আগামীকাল কাজে লাগাতে হবে। সেখানে (মেত্রোপলিতানোয়) খেলা সবসময়ই কঠিন।’
আরও পড়ুন: মাদ্রিদ ডার্বির আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
কাড়ি কাড়ি টাকা খরচ করে বেশকিছু খেলোয়াড় কিনে এবার লিগ জয়ের উদ্দেশ্যেই নতুন মৌসুম শুরু করেছে আতেলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেস, আলেকজান্ডার সোর্লথ, কনর গ্যালাগার, রবিন লে নরমান্দ, হুয়ান মুসোর মতো তারকা খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। সেইসঙ্গে ক্লাবটির পুরনো খেলোয়াড়রাও ছন্দে রয়েছেন। এর প্রভাব দেখা যাচ্ছে পয়েন্ট টেবিলেও, রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। ৭ ম্যাচের চারটি জয় ও তিনটি ড্র করলেও হারেনি এখন পর্যন্ত। তাদের সে শক্তিমত্তার কথা ঝরল আনচেলত্তির কণ্ঠেও।
‘এ বছর তারা অনেক উন্নতি করেছে। বেশকিছু দারুণ খেলোয়াড়ও কিনেছে তারা। ফলে লিগের শেষ পর্যন্ত যে ওরা আমাদের ও বার্সেলোনাকে চ্যালেঞ্জ দিয়ে যাবে, তা একপ্রকার নিশ্চিত।’
তবে নিজের শিষ্যদের বোঝাপড়া নিয়েও আত্মবিশ্বাসী ৬৫ বছর বয়সী এই কোচ।
‘আমাদের দলও আগের চেয়ে অনেক ঐক্যবদ্ধ ও কার্যকর এবং আগামীকাল তাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হবে।’
তবে সর্বোপরি এমন একটি লড়াই হবে, যা থেকে দর্শক আনন্দ পাবে বলে মনে করেন আনচেলত্তি।