ওয়েস্ট ইন্ডিজের এক পর্যায়ে পাঁচ উইকেটে ছিল ২৫৩ রান। তবে শেষের ছয় রানে সফরকারী দল পাঁচটি উইকেট হারিয়ে ৯৬.১ ওভারে ২৫৯ রানে অলআউট হয়।
একদিন আগে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির পরে আজ মেহেদী হাসান মিরাজ চার উইকেট শিকার করেন।
অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ক্যারিবীয় দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: মেহেদীর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৩০
বিসিবিতে নতুন ভূমিকায় আসতে যাচ্ছেন শাহরিয়ার নাফীস
ষষ্ঠ উইকেটে ব্ল্যাকউড এবং জশুয়া ডি সিলভা ৯৯ রানের জুটি গড়েন। সিলভা ৪২ এবং ব্ল্যাকউড ৬৮ রান করে করে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
বাংলাদেশের পক্ষে মেহেদী ৫৮ রানে চারটি এবং মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন।
আজ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। ওপেনার তামিম ইকবাল এবং তিনে নামা নাজমুল হোসেন শান্ত কোনো রান করেই ফিরে গেছেন যান। ইনিংসের দ্বিতীয় ওভারে রাহকিম কর্নওয়েলের শিকার হন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৩৩ রান তুলেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহীম এবং অধিনায়ক মুমিনুল হক।
আরও পড়ুন: ঘরোয়া নৈপুণ্য দিয়ে জাতীয় দলে ফেরায় আশাবাদী আশরাফুল
এর আগে ডানহাতি অলরাউন্ডার মেহেদীর সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৩০ রানে।
প্রথম দিনে স্বাগতিক দলের বেশির ভাগ ব্যাটসম্যান ভালো শুরু করতে পারলেও ইনিংসগুলো বড় করতে পারেননি। মেহেদী আট নম্বরে নেমে ১৬৮ বলে ১৩ বাউন্ডারিতে ১০৩ রান করেন।