চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ৯ উইকেটে ৪৬৫ রান এবং ৬৮ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
চতুর্থ দিন শেষ করতে শ্রীলঙ্কাকে প্রায় ২৪ ওভার খেলতে হবে।
তামিম ইকবালের পর বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমও সেঞ্চুরি করেন। এছাড়া প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান মুশফিকের
টেস্ট ক্রিকেটে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি এবং ১৮ ইনিংসের পর প্রথম। এর আগে ২০২০ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সেঞ্চুরি করেছিলেন তিনি।
চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। তবে দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই স্বাগতিকরা দুটি উইকেট হারায়- লিটন দাস ও তামিম ইকবাল।
শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা ৬০ রান দিয়ে চার উইকেট নেন এবং আসিথা ফার্নান্দো নেন তিনটি উইকেট।
আরও পড়ুন: তামিমের সেঞ্চুরির পর মুশফিক-লিটনের ফিফটিতে চাপে শ্রীলঙ্কা
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানে ভর করে ৩৯৭ রানে প্রথম ইনিংস শেষ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে নাঈম হাসান প্রথম ইনিংসে ছয় উইকেট নেন এবং এটিই এই ফরম্যাটে তার সেরা বোলিং ইনিংস।