২০১৯ সালে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ওই ঘটনার পর প্রথমবারের মতো ফের নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে তামিম ইকবালও ওই সময় নিউজিল্যান্ড সফরে ছিলেন।
হামলার পরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ভূমিকার কথা স্মরণ করেন তামিম।
‘আমাদের সবার জন্য এটি একটি কঠিন সময় ছিল, বিশেষত যে পরিবারগুলো তাদের স্বজনদের হারিয়েছে। আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। এটি খুব ভালো সময় ছিল না, তবে আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
‘এটি খুব সুন্দর একটি দেশ I আমি এখনে চার-পাঁচবার এসেছি I আমার প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করা উচিত, ওই কঠিন সময়ে তিনি যেভাবে ভূমিকা রেখেছেন, তার প্রশংসা বাংলাদেশিরা করেছে। তিনি দুর্দান্ত কাজ করেছিলেন। যদি তার সাথে দেখা করার সুযোগ পাই, আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাব,’ বলেন তিনি।
বাংলাদেশ কুইন্সটাউনে অনুশীলনের সময় আগামী ১৬ মার্চ আন্ত-স্কোয়াড ম্যাচ খেলবে জানিয়ে তামিম বলেন, সেখানে তাদের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি যোগ দেবেন।
সফরকারীরা ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছে, যার মধ্যে সাতদিন ছিল রুম আইসোলেশন।
এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ভেট্টরি কুইন্সটাউনে আমাদের জন্য অপেক্ষায় আছেন। আমাদের অনুশীলন এবং প্রস্তুতিমূলক ম্যাচ আছে। আইসোলেশনের সময়ে আমরা ছোট ছোট গ্রুপে প্রশিক্ষণ নিয়েছি এবং আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আমরা দলগতভাবে অনুশীলন করব।’
এসময় তামিম ইকবাল দেশে করোনার ভ্যাকসিন কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ঢাকা ছাড়ার আগে নিউজিল্যান্ড সফরে ডাক পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের করোনার টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। তামিম অন্যদেরও ভ্যাকসিন নিতে উৎসাহিত করেন।
আরও পড়ুন: করোনার টিকা নিলেন তামিম-সৌম্যরা
ক্রিকেটে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড তৈরিতে নজর তামিমের