শনিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ক্যারিবিয় ব্যাটসম্যান শেয়ান মোসলেকে (৭) আউট করে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন মিরাজ।
মিরাজ ২৪ ইনিংসে এই কীর্তি গড়লেন। অন্যদিকে আরেক স্পিনার তাইজুল ইসলাম ২৫ ইনিংসে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: ১১৩ রানের লিড নিয়ে ২য় ইনিংসের ব্যাটিংয়ে উইন্ডিজ
আমাদের বড় কিছু পার্টনারশিপ দরকার: তামিম ইকবাল
ঢাকা টেস্ট: প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
টেস্টে বাংলাদেশের পক্ষে ১০০ উইকেট শিকারি অন্য দুই বোলার হলেন সাকিব আল হাসান ও মোহাম্মাদ রফিক। সাকিব এই কীর্তি গড়েন ২৮ ইনিংসে, যিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। অন্যদিকে রফিক খেলেন ২৮ ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেকে ব্যাটসম্যান হিসেবেও দারুণভাবে মেলে ধরেছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টে করেন নিজের প্রথম সেঞ্চুরি। এছাড়া বল হাতে দুই ইনিংসে তুলে নেন ৮ উইকেট।
ঢাকা টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ফিফটি করেছেন। বল হাতে এখন পর্যন্ত ২ উইকেট শিকার করেছেন।
এর আগে ওয়ানডে সিরিজেও বল হাতে দুর্দান্ত ছিলেন এই অফস্পিনার। তিন ম্যাচে তুলে নেন ৭ উইকেট। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়েও সেরা দশে জায়গা করে নেন।
তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছেন ৬৯৪ রেটিং পাওয়া মিরাজ। এর আগে তিনি ছিলেন ১৩ নম্বরে।