টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতেছিল শ্রীলঙ্কা। সেদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রোটিয়াদের ফিল্ডিংয়ে পাঠান ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শনিবার (৮ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য গেল দক্ষিণ আফ্রিকার দিকে। তবে টস জিতে আজও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এইডেন মার্করাম। ফলে আগে ব্যাটিংয়ে নামছে নেদারল্যান্ডস।
আরও পড়ুন: কষ্টের জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের
গত ম্যাচের মতোই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। এই মাঠের পিচ প্রথম থেকেই কিছুটা স্লো দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ৭৭ রানে অল আউট করে সেই রান মোকাবিলা করতে ১৭তম ওভার পর্যন্ত খেলতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার। আজও তাই ঝুঁকি না নিয়ে লক্ষ্য সামনে নিয়ে খেলার সিদ্ধান্ত নিলেন মার্করাম।
টসের পর একথা ঝরল মার্করামের কণ্ঠেও, ‘এই উইকেটে কয়েকটি ম্যাচ দেখেছি। তাই আগে উইকেটে ফাটল চাই। যদিও আজকের পিচ একটু আলাদা মনে হচ্ছে, তবে খুব বেশি পরিবর্তন আশা করছি না।’
তূলনামূলক দুর্বল ও র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল হলেও নেদারল্যান্ডসকে ছোট করে দেখতে চান না তিনি। বলেন, ‘এই বিশ্বকাপেই দেখেছি (ছোট দলগুলোকে ভালো পারফর্ম করতে)। তাই কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না। এটা আমাদের জন্য বড় একটি ম্যাচ।’
আরও পড়ুন: দলের বিপদকালে আরও একবার জয়ের নায়ক মাহমুদউল্লাহ
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে পরিপূর্ণ রয়েছে ডাচরাও। অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘তাদের (প্রোটিয়া) বিপক্ষে এর আগেও আমরা জিতেছি। সেদিন আমরা ভালো খেলেছিলাম। আমরা বোলিং-ব্যাটিং দুই বিভাগে ভালো খেলোয়াড় আছে।’
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্টকিয়া, ওটনিয়েল বার্টম্যান।
নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ব্যাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বিক, টিম প্রিঙ্গল, পল ভ্যান মিকারেন, ভিভিয়ান কিংমা।