সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাম্প চলবে। গত বছরের মার্চে কোভিড-১৯ হানা দেয়ার পর থেকে নারী ক্রিকেটাররা খেলার বাইরে আছেন।
ক্রিকেটারদের পাশাপাশি মোট ৪২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের ফলাফল রাতেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: উইন্ডিজদের দ্বিতীয় সারির দল নিয়ে হতাশ বাশার
বিসিবি’র প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটার, কর্মকর্তা, টিম বয় এবং চালকদের আজ পরীক্ষা করা হয়েছে। ফলাফলে যারা নেগেটিভ হবেন তারাই কেবল সিলেটের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।’
‘ক্যাম্পের মাঝামাঝি সময়ে আমরা তাদের জন্য আরও একটি পরীক্ষার ব্যবস্থা করব,’ বলেন তিনি।
আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব
আবুধাবি টি১০ লিগে দল পেয়েছেন বাংলাদেশি ৬ ক্রিকেটার
ক্যাম্পের প্রথম পর্বে নারী ক্রিকেটাররা তাদের ফিটনেস নিয়ে কাজ করবেন এবং পরে তারা দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবেন।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুনা, শামীমা সুলতানা, সোবহান মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইশমা তানজিম, রাবিয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।