বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলার সময় বর্ণবাদ আচরণের কারণে বাহরাইনের এক ফুটবলারের ওপর ১০ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
হংকংয়ের গত ১৪ নভেম্বর খেলতে নামা বাহরাইন ফুটবলার সায়েদ বাকের ভক্তদের দিকে তির্যক চোখে (এমনভাবে তাকানো যা বর্ণবাদ আচরণের মধ্যে পড়ে) তাকিয়েছিলেন। খেলোয়াড়রা মাঠ ছাড়ার পরে ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।
এ ঘটনায় বাকেরকে ৩০ হাজার সুইস ফ্র্যাঙ্ক (৩০,০০০ ডলার) জরিমানাও করা হয়েছিল।
প্রসঙ্গত, গত জুলাই মাসে বর্ণবাদ আচরণের ন্যূনতম শাস্তিকে দ্বিগুণ করেছে ফিফা। ফলে আগে ন্যূনতম শাস্তি পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও পরে তা ১০ ম্যাচ হয়ে যায়।
২০২২ সালের এশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের অন্য একটি ঘটনায় মালয়েশিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়াকে দর্শক ছাড়া একটি ম্যাচ খেলার নির্দেশ দেয় ফিফা।
ওই ঘটনায় ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনকে ২ লাখ সুইস ফ্র্যাঙ্ক এবং তাদের প্রতিপক্ষ মালয়েশিয়াকে ৫০ হাজার সুইস ফ্র্যাঙ্ক জরিমানা করা হয়।