চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে পরাজিত হয়ে খুব বাজেভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ভারত। সেমিফাইনাল যাত্রা অব্যাহত রাখতে প্রচণ্ড চাপে রয়েছে বিরাট কোহলির দল। ভারতের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। রবিবার বাংলাদেশ সময় ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই লেখায় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের প্রিভিউ এবং এই ম্যাচ কীভাবে গ্রুপ ২ এর শীর্ষ দুই অবস্থান নির্ধারণ করবে তা আলোচনা করা হয়েছে।
ভারত দল
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য চ্যালেঞ্জিং। নিউজিল্যান্ডকে বিপদে ফেলতে হলে তাদের কার্যকরভাবে খেলতে হবে। মূল বিষয় হলো ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা যা পাকিস্তানের বিপক্ষে তেমন পারফর্ম করতে পারেনি। তাই বিরাট কোহলির দল কিউদের বিপক্ষে কামব্যাক করবে এমনটাই আশা করা হচ্ছে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রিশবাহ পান্থ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ড দল
ভারতের মতো নিউজিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের জন্যও গুরুত্বপূর্ণ। সেমিফাইনাল যাত্রায় এ জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, টিম সেইফার্ট, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লিন ফিলিপস, জিমি নিশাটার, মিশেল সেন্টনার, টড অস্টলি, টিম সাউথি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ড।
কীভাবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ পয়েন্ট টেবিল প্রভাবিত করবে
দুই দলের মধ্যে যে দলই জয়ী হবে তারা গ্রুপ ২ এর পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে চলে যাবে। জয়ী দল র্যাংকিয়ে শীর্ষে দুই এ উঠে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ম্যাচের পর ভারত বা নিউজিল্যান্ড কোনো দলই তেমন শক্ত প্রতিদ্বন্দ্বী পাবে না।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে এখনও অনেক কিছু নেয়ার আছে: মাহমুদুল্লাহ