আরও পড়ুন: মাশরাফির টি-২০ টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চয়তা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুল্লাহ চৌধুরী।
আরও পড়ুন: খেলার জন্য আলিয়া মাদ্রাসা মাঠ উন্মুক্ত করা হবে: ডিএসসিসি মেয়র
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কেএম শহিউল্যা। সরকারের স্বাস্থ্যবিধি মেনে দেশের পাঁচজন গ্র্যান্ড মাস্টার, তিনজন আন্তর্জাতিক মাস্টার, সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণকারী খেলোয়াড়, জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ হতে পাঁচ খেলোয়াড় এবং দাবা ফেডারেশন মনোনীত পাঁচ খেলোয়াড়সহ মোট ৪০ দাবাড়ুকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: মারামারি ঠেকাতে কুষ্টিয়ায় খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং
প্রতিযোগিতার খেলা আট দিনব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ মোট সাড়ে তিন লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের শনিবার বেলা ৩টার মধ্যে খেলার কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।