মুশফিকুর রহিমকে বিশ্রামে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকালে বিসিবি এ দল ঘোষণা করে।
মুশফিকুর রহিমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর হোসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম করা লিটন দাস ও সোম্য সরকারকেও বাদ দেয়া হয়েছে। এছাড়া ডানহাতি পেসার রুবেল আহমেদকেও দলে রাখা হয়নি।
ইনজুরির কারণে সাকিব আল হাসান ও সাইফ উদ্দিনও খেলতে পারবেন না।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলী, শহিদুল ইসলাম ও আকবর আলী। তবে তাদের মধ্যে সাইফ জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন।
রাজধানীর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে।
এবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শক সশরীরে খেলা দেখতে পারবেন। তবে টিকেট বিক্রির বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি বিসিবি।
এছাড়া টি-টোয়েন্টি সিরিজের পর উভয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
বাংলাদেশ স্কোয়াড: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ শহিদুল ইসলাম ও আকবর আলী (উইকেটরক্ষক)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়