বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হয়েছে।
এদিকে এ ম্যাচটি বাংলাদেশি উইকেট-রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ। এর আগে চোটের কারণে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে পারেননি তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদের পর একমাত্র দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার মুশফিক যিনি ১০০ বা এর বেশি ম্যাচ খেলেছেন। এছাড়া ৯৬ ম্যাচ খেলে এ তালিকায় মুশফিকের পরই আছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আরও পড়ুন: টাইগারদের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেট-রক্ষক) সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), উসমান গনি, দরবেশ রসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, করিম জানাত, ফজল হক ফারুকী ও শরফুদ্দিন আশরাফ।