চার জাতি সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে অপরাজিত স্বাগতিক বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই জয় পায় স্বাগতিকরা।
প্রতিযোগিতায় হিমালয়ান জাতির বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। এর আগে গ্রুপ পর্বে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ নারী দল আটটি সাফ বয়সের গ্রুপ টুর্নামেন্টে ফাইনালে পৌঁছেছে৷ এটি ছিল দক্ষিণ এশিয়ান ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশি নারীদের পঞ্চম শিরোপা– চারটি বিভিন্ন বয়সের গ্রুপে এবং অপরটি জাতীয় (সিনিয়র) পর্যায়ের।
গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ নারী দল তাদের প্রথম সাফ নারী(সিনিয়র) চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে ইতিহাস তৈরি করে।
এর আগে, বাংলাদেশ ২০১৭ সালে ঢাকায় ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ একটি অপরাজিত রেকর্ডের সঙ্গে জিতেছিল।
এছাড়াও তারা ২০১৮ সালে ভুটানে অপরাজিত থেকে সাফ-১৮ এ নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।
ঢাকায় ২০২১ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ।
আজকের ফাইনালে, শাহেদা আক্তার রিপা ৪২তম মিনিটে জালের দূরবর্তী কর্নারে একটি সঠিক শটে (১-০) বাংলাদেশের স্কোরে যোগ করেন। ৪৫তম (২-০) দলকে এগিয়ে নেন অধিনায়ক শামসুনাহার।
৮৬তম মিনিটে শাহেদা আক্তার রিপার (৩-০) ফ্রি কিককে পুঁজি করে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন উন্নতি খাতুন।
এছাড়াও প্রথমার্ধে দুটি সহজ সুযোগ মিস করেন ফরোয়ার্ড আকলিমা খাতুন।
আরও পড়ুন: ফেডারেশন ফুটবল কাপ: চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস