ঈদ-উল-ফিতরের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সারাদেশের সর্বত্রই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিএমডির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বিচ্ছিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দুই দিন বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার মংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দেখা যায়নি শাওয়ালের চাঁদ, মঙ্গলবার ঈদুল ফিতর
ঈদ উদযাপনে ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী