আগামী ২৪ ঘণ্টায় দেশে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ: ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা
দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেট বিভাগের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস
দেশে সর্বোচ্চ তাপমাত্রা খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।
এদিকে, বুলেটিনে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।