ইয়েমেনে নয় মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক রবিবার দেশে ফিরছেন।
তারা শনিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আই্ওএম) সহায়তায় ইয়েমেন ছেড়েছেন বলে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
দূতাবাস জানায়, পাঁচ বাংলাদেশি নাগরিক ওমানের মালিকানাধীন একটি জাহাজে কাজ করতেন। তারা গত বছরের ১৩ ফেব্রুয়ারি সমুদ্রপথে দুর্ঘটনায় পড়ার পর ইয়েমেন কোস্ট গার্ডের হাতে আটক হন।
আরও পড়ুন: ইয়েমেনে হুতিদের হাতে আটক ৫ বাংলাদেশি শিগগিরই ফিরছেন
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমান, কুয়েত ও জর্ডানের বাংলাদেশ মিশনের যৌথ প্রচেষ্টায় তাদের বন্দীদশা থেকে মুক্ত করে আই্ওএমের হেফাজতে নেয়া হয়।
তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দুবাই হয়ে রবিবার সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।