পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জলবায়ু পরিবর্তন একটি নিরাপত্তাজনিত সমস্যা এবং এটি অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) নিয়মিত আলোচনা করা উচিত।
মঙ্গলবার রাজধানীতে ‘জলবায়ু কূটনীতি: বাংলাদেশের জন্য সীমাবদ্ধতা এবং পছন্দ’ শীর্ষক হাইব্রিড সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবগুলো কমাতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়ন প্রয়োজন’ উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধান নির্গমনকারীদের দ্রুত প্রশমন লক্ষ্যমাত্রা পূরণ করার এটি উপযুক্ত সময়।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে।
‘জলবায়ু কূটনীতি: বাংলাদেশের জন্য সীমাবদ্ধতা এবং পছন্দ’ শীর্ষক হাইব্রিড সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আলম উল্লেখ করেন যে বাংলাদেশ বিশ্ব জলবায়ু কূটনীতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতিত্বে আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ একটি বৈধ কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু দুর্বলতার স্থিতিস্থাপকতা থেকে জলবায়ু সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে 'মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা' নিয়েছে দেশ।
তিনি বলেন, ‘এটি প্রকৃতপক্ষে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি যুগান্তকারী নীতি নির্দেশিকা’।
আরও পড়ুন: বৈশ্বিক জলবায়ু ধর্মঘট: বিশ্বনেতাদের ‘মুনাফার চেয়ে মানুষকে’ অগ্রাধিকার দেয়ার আহ্বান তরুণদের