পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
একই দিনে দুই অতিরিক্ত আইজিপি গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সর্বশেষ পদোন্নতির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
আরও পড়ুন: পুলিশের ৭ ডিআইজিকে এআইজিপি পদে পদোন্নতি
পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জামিল আহমেদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দফতরের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলমকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়েছে।
এছাড়াও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান এবং স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম গ্রেড-১ শ্রেণির কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: জনগণের কল্যাণে কাজ করুন: পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের আইজিপি