তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দুই দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরও যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তারা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।