মঙ্গলবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি সাথে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
করোনা মহামারিতে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের বাহরাইনে ফেরত পাঠানোর বিষয়ে সরকার সচেষ্ট: মন্ত্রণালয়
এসময় বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের এ দেশটিতে ২৫ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশি রয়েছে।
টেলিফোনে আলাপকালে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) শিগগির ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।
আরও পড়ুন: প্রবাসী ৩৮ বাংলাদেশিকে সিআইপি কার্ড দেয়া হবে ৬ জানুয়ারি
ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সকলের জন্য বিনামূল্যে টিকা বিতরণের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।
এর আগে, বাহরাইন সরকারকে সেদেশে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশি বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নিয়মিতকরণের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ করেছিল বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহামারির মধ্যে বাহরাইন সরকার জোর করে কোনো বাংলাদেশিকে ফেরত পাঠায়নি। তবে স্বেচ্ছায় বা কোভিড -১৯ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা পর্তুগিজ রাষ্ট্রপতির
মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইন সরকার কেবলমাত্র সাধারণ ক্ষমার অধীনে ‘নির্বাসন ক্যাম্পে’ কারাগারে থাকা বাংলাদেশিরা দেশে চলে আসে।
২০১৮ সাল থেকে বন্ধ থাকা বাংলাদেশিদের ভিসা প্রদান পুনরায় শুরু করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকার ‘অত্যন্ত সচেষ্ট’।
আরও পড়ুন: প্রবাসী ৩৮ বাংলাদেশিকে সিআইপি কার্ড দেয়া হবে ৬ জানুয়ারি
সেদেশে অবস্থিত বাংলাদেশ মিশন বাহরাইন সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগে যারা দেশে ফিরে এসেছিল তাদের বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের ফেরত পাঠানোর জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বাহরাইনে বাংলাদেশ মিশন বাহরাইন সরকারের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগে রয়েছে।
এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা পরিস্থিতির পূর্বে স্বদেশে ফেরত এসেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে ইতোপূর্বে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশনে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। এরইমধ্যে ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, ‘প্রেমিক’ আটক
তাদের বিষয়টি বিবেচনার জন্য সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং তাদের তালিকা ইতোমধ্যে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এখনও যারা রেজিস্টেশন করেন নাই, তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে বলে জানানো হয়েছে।