এই বছরের জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘নারী নেতৃত্ব: কোভিড-১৯ বিশ্বে একটি সমভবিষ্যত অর্জন’ এর সাথে মিল রেখে ওয়েবিনারটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট ২০২১ এর আয়োজক বিওয়াইএলসি
সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি শুরুর পর থেকেই নারী নেত্রীরা স্বাস্থ্যসেবা কর্মী, পরিচর্যাকারী, উদ্ভাবক, সম্প্রদায় সংগঠক এবং কিছু অনুকরণীয় ও কার্যকর জাতীয় নেতা হিসাবে প্রথমসারির সাহায্যকারীর ভূমিকায় এগিয়ে এসেছেন।
আরও পড়ুন:ঢাকায় ২ দিনব্যাপী বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল-২০১৯ শুরু
ক্রমবর্ধমান কোভিড-১৯ সংকটের মধ্যে সমাজকল্যাণে অবদান রাখতে তাদের একক সম্ভাবনা প্রমাণ করেছেন। পেশাগত পরিবেশে অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার ক্ষেত্রে আগের তুলনায় আরও বেশি নারীর উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও বিশ্বব্যাপী আজও রাষ্ট্রপ্রধান হিসেবে অনেক কম নারী রয়েছেন।
আরও পড়ুন:বিওয়াইএলসি অ্যালামনাই অ্যাওয়ার্ডে ৬ তরুণ
এছাড়া মহামারির কারণে গত কয়েক মাসে ঘরোয়া সহিংসতা বেড়েছে যার ফলে নারীরা নির্যাতন, অবৈতনিক যত্নের দায়িত্ব এবং বিশ্বব্যাপী বেকারত্বের মুখোমুখি হয়েছেন।
ওয়েবিনারে ৫ শতাধিক যুবককে এনে, নারী নেত্রীরা মহামারিতে যে অবদান রেখেছেন তা উদযাপনের নানা পন্থা আশা করছে বিওয়াইএলসি।
ওয়েবিনারটি জুম অ্যাপ এ অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন ফর্ম: https://form.123formbuilder.com/5803810/?fbclid=IwAR0WO-136X5HymlNWprTQqLC7nLLyqRgXt27msCOwlrW0dF4UO1OyqXTtl8
ফেসবুক ইভেন্টের লিঙ্ক:https://www.facebook.com/events/1464139900607532