রাজধানীর এফডিসিতে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে একটি নিখুঁত অভিযোগপত্র জমা দেয়া হবে।’
ডিবেট ফর ডেমোক্রেসি ‘আবরার হত্যাকাণ্ডের জন্য ছাত্র রাজনীতি না মূল্যবোধের অবক্ষয় কোনটি দায়ী’ শীর্ষক এ বিতর্কের আয়োজন করে।
আবরার হত্যাকাণ্ডকে মর্মান্তিক ঘটনা হিসেবে আখ্যায়িত করে মনিরুল বলেন, এ হত্যাকাণ্ডে যারা জড়িত তারা সবাই দুর্বৃত্ত ও অপরাধী।
৬ অক্টোবর রাতে বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।
পরে ছাত্রলীগ সংশ্লিষ্টদের সংগঠন থেকে বহিষ্কার করে।
এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বেশিরভাগ ইতিমধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সিটিটিসি ইউনিটের প্রধান বলেন, প্রকৃত মেধাবি তারাই যাদের মূল্যবোধের পাশাপাশি দেশ, মানুষ, সমাজ ও পরিবারের প্রতি দায় রয়েছে।
এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে বিরোধী দল হিসেবে সরকারি বাঙলা কলেজ জয়লাভ করে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এতে সভাপতিত্ব করেন।