বিশিষ্ট লেখক ও কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঢাকায় আসবে।
বুধবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানিয়েছেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে গাফ্ফার চৌধুরীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় আবদুল গাফ্ফার চৌধুরী স্ত্রীর চিকিৎসার জন্য ১৯৭৪ সালে লন্ডনে আসেন।
গাফ্ফার চৌধুরীর ইচ্ছা অনুযায়ী তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হবে।
গাফ্ফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও একই ফ্লাইটে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
গত ১৯ মে প্রবীণ এই সাংবাদিক ৮৮ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় এবং অন্যান্য অনুরাগীরা বিশিষ্ট লেখক এবং কলামিস্ট গাফ্ফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটি লেখার জন্য সর্বাধিক পরিচিত।
এই প্রয়াত সাংবাদিক ও গীতিকারের স্মরণে পূর্ব লন্ডনে মিলাদ মাহফিলের আয়োজন করেছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।
আরও পড়ুন: আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক