ঢাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সঙ্গে গত ৩১ মে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
সাক্ষাতের সময় তারা আরএমজি শিল্পের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি এবং আরএমজি শিল্পের চ্যালেঞ্জগুলো; বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে উদ্ভূত চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাকে আরএমজি সেক্টরের টেকসই প্রবৃদ্ধি ধরে রেখে ২০৩০ সালের মধ্যে আরএমজি রপ্তানি থেকে ১০০ বিলিয়ন অর্জনের লক্ষ্যমাত্রা সম্পর্কে অবহিত করেন।
আরও পড়ুন: ঈদের আগেই বিজিএমইএ আওতাধীন কারখানার মার্চ মাসের মজুরি পরিশোধ: বিজিএমইএ
এছাড়া বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আরএমজি শিল্পের জন্য সরকারের কৌশলগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
যাতে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং শিল্পের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত করতে এই খাতকে সহায়তা করা যায়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শিল্পটি প্রবৃদ্ধির দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য নন-কটন টেক্সটাইল এবং উচ্চ মূল্য সংযোজিত পোশাকের দিকে ঝুঁকতে গুরুত্ব দিচ্ছে।
তিনি বিশেষ করে ব্যাকওয়ার্ড লিংকেজ, মানবসৃষ্ট ফাইবারভিত্তিক সুতা এবং প্রযুক্তিগত টেক্সটাইল খাতে আরও বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া তিনি ব্যবসা করার শর্তাবলী আরও উন্নত করতে এবং ব্যবসা করার সময় ব্যয়-হ্রাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিজিএমইএর পরিচালক আহসানুল হক, বাণিজ্যমেলা সংক্রান্ত বিজিএমইএ স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, তফসিল ব্যাংক সংক্রান্ত বিজিএমইএর স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আতিক এবং বিজিএমইএর চ্যালেঞ্জড ইন্ডাস্ট্রি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আনিসুর রহমান।
আরও পড়ুন: শিল্পের প্রবৃদ্ধি ছাড়া ৭.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন অসম্ভব: বিজিএমইএ সভাপতি
এলডিসি উত্তোরণে বাংলাদেশকে সহায়তায় ইইউ’র প্রতি বিজিএমইএ প্রধানের আহ্বান