সরকারের নেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো আরও টেকসই ও বাসিন্দা-বান্ধব করতে ঘর প্রতি খরচ বৃদ্ধি ও নকশায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ভূমিহীন ও গৃহহীনরা এখন অন্তত দুই শতাংশ জমিসহ উন্নত মানের ঘর পাবেন।
বর্তমানে প্রায় ৬৫ হাজার ৪৭৪টি ঘর নতুন নকশা ও বেশি খরচে নির্মাণ করা হচ্ছে। আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে গৃহহীন পরিবারগুলো এসব ঘর পাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, ‘ঘরগুলও আরও টেকসই ও দর্শনীয় করতে প্রতিটি বাড়ির জন্য খরচ এক লাখ ৯০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করা হয়েছে।’
আরও পড়ুন: ১২০ কোটি টাকা ব্যয়ে আশ্রয়ণ প্রকল্পে ৫০ হাজার ঘর নির্মাণ হচ্ছে
এছাড়া চরের জমিতে অবস্থানরত গৃহহীন পরিবারগুলোকে পোর্টেবল ঘর দেয়া হয়েছে যাতে তারা ভূমিক্ষয়ের সময় তাদের বাড়িঘর সরিয়ে নিতে পারে।