ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে আহত যাত্রীদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে 'এমভি অভিযান-১০' লঞ্চে আগুনে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
লঞ্চে এ ধরণের মর্মান্তিক ঘটনা আগে ঘটেনি বলে জানান খালিদ মাহমুদ।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি মানবিক সরকার। তিনি নৌপথের উন্নয়নে খুবই আন্তরিক। তার নেতৃত্বে নৌপথের আরও বেশি নিরাপদে সক্ষম হব।’
আরও পড়ুন: আগুন লাগার পরও লঞ্চ ৪০ মিনিট চলে
এর আগে প্রতিমন্ত্রী ঝালকাঠি হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করেছে। তিন দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াবাড়ি নামক স্থানে শুক্রবার ভোরে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান ১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের লাশ এবং আহত ৭২ জনকে উদ্ধার করা হয়েছে।
পড়ুন: লঞ্চের আগুনে নিহত প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা দেয়ার ঘোষণা