বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং মঙ্গলবার উদযাপন হতে যাওয়া ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সময় বয়ে যাচ্ছে। মহামারি শুরুর পর এটি তৃতীয় ঈদুল ফিতর। মহামারি বিশ্ব ও আমাদের জীবনকে বিভিন্নভাবে বদলে দিয়েছে। সৌভাগ্যবশত, পরিস্থিতি এখন উন্নত হচ্ছে।’
রাষ্ট্রদূত জিমিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি উল্লেখ করেছেন যে বাংলাদেশ সফলভাবে মহামারি নিয়ন্ত্রণ করেছে এবং করোনা মোকাবিলা করেও বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম।
তিনি বলেন, ‘এটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে এবং আমি গর্বিত যে চীন এই মহান অর্জনে যথাযথ অবদান রেখেছে।’
মহামারি ছাড়াও বিশ্ব এখনও অস্থিতিশীলতা ও ঝুঁকির সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।
আরও পড়ুন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চেষ্টা করছে চীন: রাষ্ট্রদূত লি জিমিং
তিনি বলেন, ‘এই ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি একটি বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রস্তাব করেছেন এবং অভিন্ন, ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়েছেন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করবেন।’
বাংলাদেশি ভাই ও বোনদের উদ্দেশে দেয়া ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘চীনা দূতাবাস ও আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা। ঈদ মোবারক।’
তিনি বাংলাদেশি ভাই ও বোনদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আনন্দ ও সুস্বাস্থ্য আপনার ও আপনার পরিবারের সঙ্গে চিরকাল থাকুক।’