চীনা রাষ্ট্রদূত মি.লি জিমিং বলেছেন, মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে কথা বলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা করছে চীন।
তিনি আরও বলেন, চীন মিয়ানমারের যেমন বন্ধু দেশ তেমনি বাংলাদেশেরও বন্ধু দেশ হচ্ছে চীন। বাংলাদেশ কোন সমস্যা বা সংকটে পড়লে চীন সব সময় পাশে থাকে। বর্তমানে যে রোহিঙ্গা সমস্যা বিদ্যমান তা নিরসনে চীন পাশে রয়েছে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মি.লি জিমিং এসব কথা বলেন।
আরও পড়ুন: ডেনমার্কের রাজকুমারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
তিনি আরও বলেন, করোনা মহাসংকটে চীন প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে সব সময় পাশে ছিল। বাংলাদেশের চিকিৎসা খাত উন্নয়নে চীন পাশে থাকবে। বিশ্বের মধ্যে বর্তমান কক্সবাজার গুরুত্বপূর্ণ স্থান। তাই কক্সবাজার সদর হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ। তিনি হাসপাতালের জন্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম প্রদানসহ নানা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মেডিকেলের ১৩ টি গুরুত্বপূর্ণ সরঞ্জাম কক্সবাজার জেলা সদর হাসপাতালের সভাপতি সরওয়ার কমলের কাছে হস্তান্তর করেন।
এসময় কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ইউএনএইচসিআর প্রতিনিধি ডা. এলেন মাইনা, রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মামুনুর রহমান, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টিকা নিচ্ছে ভাসানচরের রোহিঙ্গা শিশুরা