রাজধানীর উত্তরার উত্তরার ১৫নং সেক্টরের দিয়াবাড়ি এলাকার ৩নং ব্রিজের নিচ থেকে বৃহস্পতিবার ভোরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ মামলায় স্বামী রাশেদ শরীফকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
অভিযুক্ত রাশেদ শরীফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের মো. শামসুল হকের ছেলে । তবে এ মামলার বাকি দুই আসামি পলাতক রয়েছে।
নিহত সায়মন পারভিন নিপুন (৩৬) সিরাজগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মহল্লার মাহমুদুল হাসান বাবলু মুন্সির মেয়ে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিজ বাসা থেকে শিশুর লাশ উদ্ধার
তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম মামলার বরাতে এ তথ্য নিশ্চিত করে জানান, রাশেদ শরীফের সঙ্গে ২০০৯ সালে পারিবারিক ভাবে সায়মন পারভিন নিপুনের বিয়ে হয়। তাদের ঘরে তিনটি পুত্র সন্তান রয়েছে। এ বিয়ের পর থেকেই স্বামী রাশেদ শরীফ যৌতুকের টাকা দাবী করে নিপুনকে মারপিট ও শারীরিক নির্যাতন করে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে স্বামী রাশেদ শরীফ তার মেজো ভাই ও বোন জামাই মিলে নিপুনকে হত্যা করে তুরাগ নদীর উল্লেখিত স্থানে লাশ ফেলে দেয়া হয়। এরপর নিপুনের বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে কোন এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে বলে জানানো হয়। এ খবর পেয়ে পরদিন নিপুনের বাবা তার মেয়েকে খুঁজতে ঢাকায় এসে মেয়ের বাসায় গেলে মেয়ে জামাই রাশেদ শরীফ তার সঙ্গে খারাপ ব্যবহার করে বাসা থেকে বের করে দেয়। এ সময় তার মা-বাবা ভাই-বোন ও বোনের জামাইসহ বাসার সবাইকে হাসিখুশি দেখা গেছে।
তিনি জানান, এ ব্যাপারে নিহত নিপুনের বাবা বাদী হয়ে তুরাগ থানায় তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ও নিপুনের স্বামীকে অধিকতর জিজ্ঞাবাদ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউএনবিকে জানিয়েছেন ওই কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুরে নিখোঁজের দু'দিন পর শিশুর লাশ উদ্ধার
শিশু আয়াতকে ৬ টুকরা করে হত্যা, লাশ উদ্ধারে সাগরে অভিযান পিবিআই’র