বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওটিটি প্লাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকে গুলিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্র্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ওটিটি প্লাটফর্মকে রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে। সব কিছুতে রাজনীতি নিয়ে আসাটা কখনো সমীচীন নয়।
সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওটিটি প্লাটফর্ম নিয়ে মতবিনিময় ও দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আরও পড়ুন: বিএনপি চায় দেশের মানুষ দরিদ্র থাকুক: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ওটিটি প্লাটফর্ম কোন রাজনৈতিক ইস্যু নয়। তারপরও কেউ কেউ এ বিষয়টিকে কেন রাজনীতিতে টেনে আনেন সেটা আমার বোধগম্য নয়। আমি আশ্চর্য হলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওটিটি প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিয়ে ফেলেছেন। এতো বড় দলের একজন মহাসচিব। যিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তিনি কিভাবে ওটিটি প্লাটফর্ম বিনোদন মাধ্যমকে সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমের সঙ্গে গুলিয়ে ফেললেন সেটা দেখে আমার নিজেরও লজ্জা লেগেছে। তাকে যারা পরামর্শ দিয়েছেন তাদের উচিৎ ছিল তাকে সৎ পরামর্শ দেয়া। তারও প্রয়োজন ছিল এটি নিয়ে জেনে শুনে কথা বলা। কিন্তু এটিকে নিয়ে রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা করেছেন সব কিছুতে রাজনীতি নিয়ে আসাটা সেটি কখনো সমীচীন নয়।
তথ্যমন্ত্রী বলেন, ওটিটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত আছে ডিরেক্টরস গিল্ড, টেলিট্যাব, নাট্যকার সংঘসহ আরও একটি সংগঠনের নেতারা এখানে এসেছেন।
আরও পড়ুন: বাংলা ও অসমীয়া সংস্কৃতির যোগসূত্র গড়বে চলচ্চিত্র: তথ্যমন্ত্রী