স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কক্সবাজারে আর কোন সহিংসতা চাইনা । আমি শুনলাম কয়েকজনের প্রাণহানি ঘটেছে। কক্সবাজারে আর কোন প্রাণহানি চাইনা। পুলিশকে কঠোর হতে কেউ মানা করেনি। আমরা সন্ত্রাসী চাইনা, আমরা হত্যা দেখতে চাইনা, আমরা রক্তের হোলি খেলা দেখতে চাই না। এটা ট্যুরিস্ট প্যালেস। এখানে ট্যুরিস্টরা আসবে, এখানে কোন ভয়ভীতি আর রক্তের কোন হোলি খেলা চলবে না।’
সোমবার (৮ নভেম্বর) বিকালে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করতে রোহিঙ্গাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন বলে আশ্রয় পেয়েছেন। আশ্রয় নিয়েছেন, থাকছেন, ভালোভাবে থাকেন। রক্তপাতে মেতে উঠবেন না। ইয়াবা মাদকসহ অপরাধ কর্মকান্ড থেকে সরে যান, সহিংসতা বন্ধ করুন, সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করুন, না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বাংলাদেশ আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুন:নিয়ম অনুযায়ী হত্যা মামলার দুই আসামির ফাঁসি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশকে আরও কঠোর হতে হবে বলে জানিয়েছেন তিনি বলেন, ‘একসময় কক্সবাজার সমুদ্র সৈকতে রাত কাটানো যেত না। পর্যটকরা ভয়ে থাকতো। সবসময় চুরি, ছিনতাইয়ের আখড়া ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই সমুদ্র সৈকতে রাত দিন নিঃসন্দেহ বসে থাকা যায়। সবকিছু সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি পর্যটনকে ঢেলে সাজাতে গঠন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। আজ পর্যটন তরতর করে এগিয়ে যাচ্ছে। আগে পর্যটন খাত থেকে ২.০০ জিডিপি আসতো আর এখন পর্যটক খাতে ৪.৪০ জিডিপি আসছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোর্শেদুর আনোয়ার খান, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
এর আগে, বিকাল ৩টায় কবুতর ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ট্যুরিস্ট পুলিশের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। পরে সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ থেকে লাবনী বিচ পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অংশ নেন।
আরও পড়ুন:জেল হত্যার রায় কার্যকরে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত সবাই চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী