কক্সবাজারে ২০০৩ সালে এক শিশুকে ধর্ষণের দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় চাচাসহ ২ জনের যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-আবদুস সালামের ছেলে নুরুল আলম, জালাল আহমেদের ছেলে হেলালুদ্দীন ও টেকনাফ উপজেলার কাশেমের ছেলে মমতাজ মিয়া। আদালতে তাদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছিল।
সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ২০২১ সালের আদেশ অনুসারে, যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হলো একজন অপরাধী ৩০ বছরের জন্য কারাগারের থাকতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
তবে কক্সবাজার আদালত উক্ত মামলার প্রধান আসামি নুর মোহাম্মদকে খালাস দিয়েছেন কারণ তিনি বিচার চলাকালে মারা গেছেন।
আরও পড়ুন: রংপুরে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন
আদেশ অনুসারে, ২০০৩ সালে ৩ এপ্রিল তারিখে পাহাড়ি এলাকা থেকে কাঠ সংগ্রহ করে ফেরার সময় ধর্ষণের শিকার হয় প্রায় ৯ বছর বয়সী শিশুটি। এ ঘটনায় টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করা হলে এর পরিপ্রেক্ষিতে অপরাধের বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়।
গত ১ জুলাই প্রধান আসামিসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।