তৃণমূল মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে সভাপতি রেখে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার।
কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট আইন-২০১৮ এর ৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী তিন বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে চেয়ারম্যান ও ডা. মাখদুমা নার্গিসকে ভাইস চেয়ারপার্সন করে নতুন ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব অনুমোদন করেন।
শেখ হাসিনার সরকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ তৃণমূলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে যা স্বাস্থ্য খাতের রোল মডেল হয়ে উঠেছে।
২০১৮ সালে সরকার সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ পরিষেবায় গ্রামীণ প্রান্তিক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট আইন-২০১৮ প্রণয়ন করে। এ আইনের অধীনে ২০১৮ সালের ৪ নভেম্বর থেকে ২০২১ সালের ৩ নভেম্বর পর্যন্ত তিন বছরের মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল।
ডা. সৈয়দ মোদাচ্ছের আলী আগের ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান হিসেবে ছিলেন।
আরও পড়ুন: মুখ থুবড়ে পড়ছে শার্শার ৩৯টি কমিউনিটি ক্লিনিক
যে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ব্যস্ত বিজ্ঞাপন সংগ্রহে