শনিবার দিবাগত রাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারুফ মিনার নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
মারুফ জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
করোনাভাইরাসে মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম
মারুফের মৃত্যুর খবরটি খবর নিশ্চিত করেছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল করিম এবং একই বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান দীপ্ত।
তারা জানান, সম্প্রতি অসুস্থ হয়ে পড়ার পর মারুফকে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে থেকে তাকে মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা করানো হলে মারুফের শরীরে করোনা শনাক্ত হয়।
করোনাভাইরাসে চমেক চিকিৎসকের মৃত্যু
ক্যাম্পাস সূত্র জানায়, মারুফ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে করোনাভাইরাস: আইসিএফজে