মৃত হাসান মুরাদ (৪৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন।
সোমবার সকালে নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে ১৪ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
আরও পড়ুন:করোনা আক্রান্ত প্রতি আইসিইউ রোগীতে সরকারের গড় ব্যয় ৪ লাখ: স্বাস্থ্যমন্ত্রী
হাসান মুরাদ চমেকের করোনা সংক্রমণ শনাক্তকরণ ল্যাবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী।
চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ জানান, হাসান মুরাদ ‘কোভিড এনকাফালাইটিসে’ আক্রান্ত হন। করোনার সংক্রমণের পর অক্সিজেনের অভাবে তার মস্তিষ্ক আক্রান্ত হয়। গত এক মাস ধরে তিনি পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: করোনায় নিউইয়র্কে ৩ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের বাবা-ছেলের মৃত্যু
এর আগে, চমেক হাসপাতালের আরও দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
বিএমএ নেতা ফয়সল ইকবাল বলেন, ‘হাসান মুরাদ চমেকের ৩৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চমেকে কোভিড ল্যাব প্রতিষ্ঠা হলে তিনি শুরু থেকেই এর সঙ্গে যুক্ত হন। করোনাকালে মানুষকে সেবা দিতে গিয়েই তিনি আক্রান্ত হলেন এবং শেষ পর্যন্ত মারা গেলেন। মুরাদসহ চট্টগ্রামে ১৪ চিকিৎসককে আমরা করোনায় হারিয়েছি।’
আরও পড়ুন: করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার তথ্য গোপন করছে: বিএনপি
দেশের করোনা পরিস্থিতি:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জনে।
আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি সচল আছে: স্বাস্থ্যমন্ত্রী
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জনে।
দেশে মোট নমুনা পরীক্ষায় এ পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬.২৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৮৭ দশমকি ৫৬ শতাংশ।
আরও পড়ুন:করোনার ভ্যাকসিন কিনতে ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে সরকারের চুক্তি
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।